বসুন্ধরার কিংস অ্যারেনায় রোমাঞ্চকর এক ম্যাচে মালদ্বীপকে ২-১ গোলে হারিয়ে বছরের শেষ আন্তর্জাতিক ম্যাচে জয় নিয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। মজিবুর রহমান জনি ও পাপন সিংয়ের অসাধারণ গোলে জয় নিশ্চিত করে তপু বর্মনের দল।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকা মালদ্বীপ এগিয়ে যায় ২৩ মিনিটে। বাংলাদেশের ডিফেন্সের ভুলে আলি ফাসির বল জালে পাঠিয়ে দলকে এগিয়ে দেন। তবে প্রথমার্ধের শেষ দিকে, ৪৩ মিনিটে, ডি বক্সের বাইরে থেকে দুর্দান্ত এক শটে সমতা ফেরান মজিবুর রহমান জনি।
দ্বিতীয়ার্ধে বাংলাদেশ আরও আক্রমণাত্মক হয়ে ওঠে। একাধিক সুযোগ তৈরি করলেও গোলের দেখা পাচ্ছিল না দল। ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে শাহরিয়ার ইমনের পাস থেকে পাপন সিং বল জালে জড়ান। তার গোলে ২-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।
২৩ মিনিট: আলি ফাসিরের গোলে মালদ্বীপ এগিয়ে যায়। ৪৩ মিনিট: মজিবুর রহমান জনির অসাধারণ শটে সমতায় ফেরে বাংলাদেশ। ৯২ মিনিট: পাপন সিংয়ের গোল বাংলাদেশের জয় নিশ্চিত করে।
ম্যাচের প্রধান পরিসংখ্যান, বাংলাদেশের গোলদাতা, মজিবুর রহমান জনি (৪৩’), পাপন সিং (৯২’) মালদ্বীপের গোলদাতা: আলি ফাসির (২৩’), গোলরক্ষক মিতুল মার্মার পারফরম্যান্স: একাধিক গুরুত্বপূর্ণ সেভ।
এই জয়ের মাধ্যমে বছর শেষ করল বাংলাদেশ দল। যদিও প্রথমার্ধে ডিফেন্সে ভুল দেখা গেছে, তবে দ্বিতীয়ার্ধে দলের একাগ্রতা ও আক্রমণাত্মক খেলাই জয় এনে দিয়েছে। পাপন সিংয়ের মতো তরুণ ফুটবলারের গোল দেশের ফুটবলে নতুন প্রতিভা তুলে আনার বার্তা দেয়।
বছর শেষ হলেও সামনের টুর্নামেন্টগুলোর জন্য এই জয় দলের মনোবল বাড়াবে।
সর্বশেষ স্কোর: বাংলাদেশ ২-১ মালদ্বীপ।