পাঁচ বছর ধরে সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে গণমানুষের কণ্ঠস্বর হয়ে কাজ করেছে "বাংলার শিরোনাম" পত্রিকা। ৫ জানুয়ারি ২০২৫, নারায়ণগঞ্জের প্রাণকেন্দ্র চাষাড়ায় অবস্থিত না:গঞ্জ প্রেসক্লাব ভবনের সিনামুন রেস্টুরেন্টে উদযাপিত হয় এই প্রতিষ্ঠানের ষষ্ঠ বর্ষপূর্তি অনুষ্ঠান। এসময় পত্রিকাটির সাংবাদিক, কলাকুশলী, শুভাকাঙ্ক্ষীসহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতেই, "বাংলার শিরোনাম" সম্পাদক ইউসুফ আলী প্রধান সাংবাদিকতার মৌলিক দায়িত্বের কথা তুলে ধরেন। তিনি স্পষ্টভাবে বলেন, "সঠিক সংবাদ প্রকাশের ক্ষেত্রে কোন ধরনের আপস করা হবে না। কোন প্রভাব বা বাধা সত্য প্রকাশের পথে অন্তরায় হতে পারবে না।" তিনি সাংবাদিকতার গুরুত্ব ও দায়বদ্ধতার কথা তুলে ধরে প্রতিষ্ঠানের পক্ষ থেকে সদা সত্য সংবাদ প্রদান করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমদ "বাংলার শিরোনাম"-এর প্রতি শতভাগ সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, "পত্রিকা বা অনলাইন যে মাধ্যমেই হোক না কেন, দক্ষতা, যোগ্যতা ও সততা নিয়েই এগিয়ে যেতে হবে বাংলার শিরোনামকে।"
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্র শিবিরের কেন্দ্রীয় সাবেক সভাপতি ও নারায়ণগঞ্জ মহানগরী আমীর মুহাম্মদ আবদুল জব্বার। তিনি বলেন, "সত্যের সংগ্রামে মিথ্যার অবসানে কাজ করতে হবে বাংলার শিরোনামকে। দেশের কল্যাণে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে।"
নারায়ণগঞ্জ প্রেসক্লাবের প্রবীণ সাংবাদিক কলামিস্ট এড. তমিজ উদ্দিন বলেন, "সাংবাদিকতা একটি নিদ্রাহীন পেশা, যেখানে জনদুর্ভোগের সময় সাংবাদিককে সবসময় সামনে এগিয়ে আসতে হয়।" তাঁর মতে, সত্য সংবাদ প্রকাশের ক্ষেত্রে কোনো ধরনের শঙ্কা বা আপস করা উচিত নয়।
এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের নায়েবে আমীর মাওলানা আবদুল কাইয়ুম, নারায়ণগঞ্জ খেলাফত মজলিসের মহানগর সাংগঠনিক সম্পাদক শেখ মো শাব্বীর আহমদ, সহকারী সেক্রেটারি এইচ এম নাসির উদ্দিন, প্রচার বিভাগের সম্পাদক হাফেজ আবদুল মোমিন, এবং আরও অনেক গুণী ব্যক্তি। বিশিষ্ট ব্যবসায়ী মো নিজাম উদ্দিন, মাওলানা হাবিবুর রহমান সিদ্দিক, বন্দর মডেল প্রেসক্লাবের সভাপতি এস এম শাহিন, সিদ্ধিরগঞ্জ থানা প্রেসক্লাবের সভাপতি হোসাইন চিশতী শিবলু, এবং অন্যান্য গণমাধ্যমের প্রতিনিধিরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উল্লেখযোগ্য যে, "বাংলার শিরোনাম" পত্রিকা ৫ জানুয়ারি ২০২৫ তারিখে ষষ্ঠ বর্ষপূর্তি উদযাপন করে। পত্রিকার ভবিষ্যত পরিকল্পনা ও কাজের ধারা সম্পর্কে বক্তারা আলোচনা করেন এবং প্রতিষ্ঠানের উন্নতি ও সঠিক সংবাদ প্রকাশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।
বিশেষত, "বাংলার শিরোনাম" এর সাংবাদিকতা, যে কোনও প্রভাব বা বাধাকে অতিক্রম করে সত্য প্রকাশের লক্ষ্যে অবিচল রয়েছে, তা একটি নজির স্থাপন করেছে। তাদের এই অব্যাহত প্রচেষ্টা এবং সংগ্রাম দেশের গণমাধ্যমের মধ্যে একটি শক্তিশালী উদাহরণ সৃষ্টি করেছে, যেখানে সমাজের বিভিন্ন সমস্যাকে প্রাধান্য দিয়ে জনস্বার্থে কাজ করা হচ্ছে।
বাংলার শিরোনাম এখন শুধু একটি সংবাদ মাধ্যম নয়, বরং সত্য প্রকাশের একটি শক্তিশালী মাধ্যম হয়ে উঠেছে, যার সঠিক সংবাদ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সাহায্য করছে।