আর্জেন্টিনার বন্দর নগরী বাহিয়া ব্লাঙ্কা আকস্মিক বন্যায় প্লাবিত হয়েছে, যার ফলে মৃতের সংখ্যা বেড়ে ১৩ জনে দাঁড়িয়েছে। এছাড়া, বন্যার পানিতে ভেসে নিখোঁজ রয়েছে বেশ কয়েকজন। রোববার (৯ মার্চ) প্রকাশিত এক প্রতিবেদনে ফ্রান্স২৪ সংবাদমাধ্যম এ তথ্য জানায়। দেশটির জাতীয় নিরাপত্তা মন্ত্রী প্যাট্রিসিয়া বুলরিচ জানান, বাহিয়া ব্লাঙ্কা 'ধ্বংসপ্রাপ্ত' হয়ে গেছে। বন্যার পানিতে হাসপাতালের কক্ষগুলো তলিয়ে গেছে, আশপাশের এলাকা দ্বীপে পরিণত হয়েছে এবং শহরের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।
শনিবার পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ১৩ জনে পৌঁছেছে, যা শুক্রবার ছিল ১০ জন। বাহিয়া ব্লাঙ্কার মেয়রের কার্যালয় জানিয়েছে, বুয়েনস আইরেস থেকে ৬০০ কিলোমিটার (৩৭০ মাইল) দক্ষিণ-পশ্চিমে অবস্থিত এই শহরে আরও হতাহতের আশঙ্কা রয়েছে। প্রাদেশিক নিরাপত্তামন্ত্রী জাভিয়ের আলোনসো জানিয়েছেন, শুক্রবার সকাল থেকে বৃষ্টিপাত শুরু হলে মাত্র আট ঘণ্টার মধ্যে ওই অঞ্চলে ৪০০ মিলিমিটার (১৫.৭ ইঞ্চি) বৃষ্টি হয়, যা পুরো বছরের বৃষ্টির সমান। তিনি এই বৃষ্টিপাতকে 'নজিবিহীন' বলে উল্লেখ করেন।
বুয়েনস আইরেসের পাশের ইতুজাইঙ্গো শহরের পরিবেশ নীতির পরিচালক ডুফোর্গ বলেন, এই ধরনের চরম আবহাওয়া জলবায়ু পরিবর্তনের একটি স্পষ্ট উদাহরণ। তিনি আরও বলেন, ‘দুর্ভাগ্যবশত, এটি চলতেই থাকবে... শহরগুলোকে প্রস্তুত করা, নাগরিকদের শিক্ষিত করা এবং কার্যকর আগাম সতর্কতাব্যবস্থা প্রতিষ্ঠা করা ছাড়া আমাদের আর কোনও বিকল্প নেই।’
মেয়রের কার্যালয়ের তথ্য অনুযায়ী, শনিবার পর্যন্ত বাস্তুচ্যুতদের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে।