বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে পিরোজপুরের কাউখালী উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে প্রস্তুতিমূলক যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৪ আগস্ট) সন্ধ্যায় কাউখালী উপজেলা বিএনপির প্রধান কার্যালয়ে বিএনপি'র প্রতিষ্ঠাবার্ষিকীর বিভিন্ন কর্মসূচি পালনের প্রস্তুতি হিসেবে এ যৌথ সভার আয়োজন করা হয়।
কাউখালী উপজেলা বিএনপি'র সভাপতি এস এম আহসান কবিরের সভাপতিত্বে প্রস্তুতি সভা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান মিয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হাসান নিক্সন,সাবেক যুগ্ন আহবায়ক বদরুদ্দোজা মিয়া, সৈয়দ বাহাউদ্দিন পলিন, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক সহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় বিএনপিও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা- কর্মীরা উপস্থিত ছিলেন।