চলমান আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপ কোয়ালিফায়ার ২০২৫-এ নিজেদের প্রথম তিন ম্যাচে দুর্দান্ত জয়ে শুরু করেছিল বাংলাদেশ নারী দল। থাইল্যান্ড, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডকে হারিয়ে মূল পর্বের পথে এগিয়ে ছিল নিগার সুলতানা জ্যোতির দল। তবে চতুর্থ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোঁচট খেয়ে হিসেবটা জটিল করে ফেলেছে টাইগ্রেসরা।
আজ (১৯ এপ্রিল) লাহোরের সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন গ্রাউন্ডে বাংলাদেশের মুখোমুখি হবে স্বাগতিক পাকিস্তান। এই ম্যাচে জয় পেলেই বাংলাদেশ নিশ্চিত করবে বিশ্বকাপের টিকিট, পৌঁছে যাবে শীর্ষ দুইয়ে। তবে হেরে গেলে তাকিয়ে থাকতে হবে অন্য ম্যাচের ফল ও নেট রান রেটের দিকে।
এখন পর্যন্ত ৪ ম্যাচ খেলে বাংলাদেশের সংগ্রহ ৬ পয়েন্ট, অবস্থান দ্বিতীয়। প্রথম চার ম্যাচে টানা জয় তুলে ইতোমধ্যে পাকিস্তান ৮ পয়েন্টে টেবিলের শীর্ষে থেকে বিশ্বকাপ নিশ্চিত করেছে। বাকি থাকা একমাত্র টিকিটের জন্য স্কটল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজও লড়াইয়ে আছে, তবে পয়েন্টে পিছিয়ে আছে তারা।
যদিও স্বাগতিক পাকিস্তান দুর্দান্ত ফর্মে রয়েছে, তবে সাম্প্রতিক পরিসংখ্যানে এগিয়ে রয়েছে বাংলাদেশ নারী দল। ২০২৩ সালে ঘরের মাঠে তিন ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে জয় পেয়েছিল টাইগ্রেসরা। সর্বশেষ ১০ দেখায় ৬ বার জিতেছে বাংলাদেশ, পাকিস্তান জিতেছে ৪ বার।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হারের পর দলের ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং নিয়ে চিন্তিত অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। তবে তিনি আশাবাদী শেষ ম্যাচে ঘুরে দাঁড়াবে দল।
জ্যোতি বলেন, "আমরা শুরুতে তিন ম্যাচে ভালো খেলেছি, সেই আত্মবিশ্বাস নিয়েই নামব পাকিস্তানের বিপক্ষে। কিছু জায়গায় উন্নতির প্রয়োজন আছে, তবে আমাদের নিজেদের ওপর আস্থা রাখতে হবে।"
তিনি আরও বলেন, "এই ধরনের উইকেটে বড় রান তুলতে হবে, না হলে প্রতিপক্ষকে আটকানো কঠিন। পাশাপাশি ফিল্ডিংয়ে মনোযোগী হতে হবে এবং গুরুত্বপূর্ণ মুহূর্তে উইকেট তুলে নিতে হবে।"