ব্যাটারিচালিত থ্রি-হুইলার ও সমজাতীয় মোটরযানের সুষ্ঠু ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণ নীতিমালা-২০২৪ চূড়ান্ত করে দ্রুত গেজেট প্রকাশ করাসহ ৮ দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে রিকশা, ব্যাটারি রিকশা-ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদ।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বেলা ১১টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এই অবস্থান কর্মসূচি শুরু হয়। সংগ্রাম পরিষদের নেতারা নীতিমালা বাস্তবায়নের দাবি জানিয়ে কর্মসূচিতে অংশ নেন।
নীতিমালা-২০২৪-এর গেজেট দ্রুত প্রকাশ। ইজিবাইক, ব্যাটারি রিকশা ও অন্যান্য ব্যাটারিচালিত যানবাহনের নিবন্ধন। চালকদের লাইসেন্স প্রদান। রুট পারমিট অনুমোদন। সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠায় পৃথক লেন বা সার্ভিস রোড নির্মাণ। চালকদের প্রশিক্ষণের ব্যবস্থা।
নেতারা জানান, ২০১৭ সাল থেকে নীতিমালা প্রণয়নের জন্য সংগ্রাম পরিষদ কাজ শুরু করে। ২০২১ সালে চূড়ান্ত করা নীতিমালা সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়। কিন্তু এখন পর্যন্ত সরকার তা বাস্তবায়নে উদ্যোগ নেয়নি।
সংগ্রাম পরিষদের ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে এই অবস্থান কর্মসূচি আয়োজন করা হয়েছে। নেতারা হুঁশিয়ারি দিয়েছেন, যদি দাবি পূরণ না হয়, তাহলে ফেব্রুয়ারি মাসে পরিবারসহ অবস্থান কর্মসূচি ও মহাসমাবেশের মতো বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে।