প্রিন্ট এর তারিখঃ মে ৩, ২০২৫, ৮:৩৪ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ২৯, ২০২৫, ১:২৭ অপরাহ্ণ
ভান্ডারিয়ায় ডাকাতির মালামাল সহ ০২ ডাকাত আটক
পিরোজপুরের ভান্ডারিয়ায় ডাকাতির মালামাল সহ ০২ ডাকাতকে আটক করেছে ভান্ডারিয়া থানা পুলিশ।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুরে পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন এবং তাদের কাছ থেকে ডাকাতি করা বিভিন্ন মালামাল উদ্ধার করেন।
আটককৃতরা হলো বরগুনা জেলার বামনা উপজেলার ডুমখালি ইউনিয়নের ২ নং ওয়ার্ডের আব্দুল কাদের খানের ছেলে মোঃ বেলাল খান (৩৪) এবং একই এলাকার মোঃ ইউনুস শিকদারের ছেলে মোঃ হাসান সিকদার (২২) বেলাল খানের বিরুদ্ধে বামনা, রাজাপুর, কাঠালিয়া, ভান্ডারিয়া থানা সহ বিভিন্ন থানায় মোট ৯টি মামলা রয়েছে।
ভান্ডারিয়া থানা পুলিশ সূত্রে জানা যায়, পাথরঘাটা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা মিজান পরিবহনের ০২ ডাকাত বরগুনা জেলার বামনা উপজেলায় ডাকাতি করা মালামাল নিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে ভান্ডারিয়া থানা পুলিশ চেক পোস্ট বসিয়ে বাস স্ট্যান্ড থেকে এই ০২ ডাকাতকে মালামাল সহ আটক করেন।
ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমদ আনওয়ার জানান, গোপন তথ্যের ভিত্তিতে ০২ ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে ডাকাতি করা মালামাল উদ্ধার করা হয়েছে। বরগুনা থানায় মামলা থাকায় তাদেরকে বরগুনা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত