শিল্পপতি এবং সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সৈয়দ মঞ্জুর এলাহীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (১২ মার্চ) এক শোকবার্তায় তিনি বলেন, "সৈয়দ মঞ্জুর এলাহী ছিলেন বাংলাদেশের উদ্যোক্তা জগতের এক অনন্য ব্যক্তিত্ব এবং দেশপ্রেমিক ব্যবসায়ী।"
তিনি উল্লেখ করেন যে, দেশের চামড়া শিল্পকে এগিয়ে নিতে সৈয়দ মঞ্জুর এলাহীর ভূমিকা ছিল অসামান্য। তার একান্ত পরিশ্রমের ফলে অ্যাপেক্স ফুটওয়্যার দেশের শীর্ষস্থানীয় জুতা রপ্তানিকারক প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি লাভ করে। ১৯৯৬ সালে তিনি তত্ত্বাবধায়ক সরকারের যোগাযোগ, নৌপরিবহন, বেসামরিক বিমান চলাচল, পর্যটন, ডাক ও টেলিযোগাযোগ এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেছিলেন। পরবর্তীতে ২০০১ সালে, সাবেক তত্ত্বাবধায়ক সরকারে তিনি কৃষি, নৌপরিবহণ, মৎস্য ও পশুসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন।
শিল্পপতি সৈয়দ মঞ্জুর এলাহীর দক্ষতার প্রশংসা করে প্রফেসর ইউনূস বলেন, "তিনি সংগঠক হিসেবেও অসামান্য কৃতিত্ব অর্জন করেছেন।" তার নেতৃত্বে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) ঢাকার সভাপতির দায়িত্ব পালন করেছিলেন। এছাড়াও তিনি বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সিপিডির ট্রাস্টি বোর্ডের সদস্যও ছিলেন।
ড. মুহাম্মদ ইউনূস তার শোকবার্তায় আরও বলেন, "বাংলাদেশের উদ্যোক্তা জগতে সকলের শ্রদ্ধাভাজন, দেশপ্রেমিক শিল্পপতি সৈয়দ মঞ্জুর এলাহীর মৃত্যুতে আমি গভীর শোক জানাই। তার আত্মার মাগফিরাত কামনা করি এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাই।"
সৈয়দ মঞ্জুর এলাহীর মৃত্যু বাংলাদেশের ব্যবসা ও শিল্প খাতের জন্য এক অপূরণীয় ক্ষতি। তার অবদান ও কর্মজীবন বাংলাদেশের শিল্পোদ্যোক্তা সম্প্রদায়ে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে।