কুমিল্লার লাকসামে ট্রাকের সঙ্গে সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন এবং একজন গুরুতর আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের ভৈসকোপিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন লাকসাম উপজেলার গুনতি এলাকার তাবারক উল্লাহ (৪২) এবং উত্তরকুল এলাকার বাসিন্দা মাসুদ আলম (২৮)। গুরুতর আহত অপর আরোহীকে উদ্ধার করে লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল মধ্যরাতে একটি ওয়াজ মাহফিল থেকে বাড়ি ফেরার পথে মোটরসাইকেলটি কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের ভৈসকোপিয়া এলাকায় নোয়াখালীগামী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে পড়ে। এই দুর্ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী ঘটনাস্থলেই নিহত হন। আহত আরোহীকে দ্রুত উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
লাকসাম ক্রসিং (লালমাই) হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন ভূঁইয়া জানান, দুর্ঘটনার কারণ হিসেবে ঘন কুয়াশায় বেপরোয়া গতিতে যানবাহন চালানো হতে পারে। তিনি বলেন, "কুয়াশার মধ্যে মোটরসাইকেল ও ট্রাক দ্রুতগতিতে ছিল, এ কারণে সংঘর্ষের ঘটনা এবং প্রাণহানি হতে পারে।"
ঘটনার পর পুলিশ ট্রাকটি জব্দ করেছে, তবে চালক পালিয়ে গেছে। নিহতদের মরদেহ আইনগত প্রক্রিয়া শেষে তাঁদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।