দশম সপ্তাহেও ‘বহুরূপী’ সিনেমার সাফল্যের ঝড় অব্যাহত রয়েছে। পুজার মৌসুমে মুক্তি পাওয়া উইনডোজ প্রোডাকশনের এই ছবি কলকাতার সিনেমাহলে এখনও হাউসফুল শো উপহার দিচ্ছে। সিনেমাপ্রেমীদের মন জয় করে চলেছে এর গল্প, গান ও অভিনয়ের দক্ষতা।
ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, দক্ষিণী সিনেমার প্রভাব থাকা সত্ত্বেও ‘বহুরূপী’র প্রতি দর্শকদের আগ্রহ অটুট। তাই সিনেমার বিশাল সাফল্য উদযাপন করতে গত বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সাকসেস পার্টির আয়োজন করা হয়।
এই পার্টিতে উপস্থিত ছিলেন ছবির কলাকুশলীসহ টালিগঞ্জের জনপ্রিয় তারকারা। নায়ক-নায়িকা থেকে শুরু করে টেকনিক্যাল টিম—সকলেই একত্রিত হয়েছিলেন ছবির সাফল্য উদযাপনে।
পার্টিতে ঋতুপর্ণা সেনগুপ্তের সৌন্দর্য এবং পারফরম্যান্স দর্শকদের মুগ্ধ করে। সবুজ স্লিভলেস ব্লাউজ ও কালো শাড়িতে ঋতুপর্ণাকে মোহময়ী দেখাচ্ছিল। তাঁর সঙ্গে ছিলেন অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী।
সিনেমার ভাইরাল গান ‘ডাকাতিয়া বাঁশি’র তালে দু’জনে নেচে পার্টি মাতান। নাচের মাঝে ঋতুপর্ণার বিশেষ ‘ঠুমকা’ সবাইকে মুগ্ধ করে। নেটিজেনদের প্রশংসায় ভাসতে থাকা ভিডিওতে কেউ তাঁকে ‘লেডি সুপারস্টার’ বলেছেন, কেউবা মন্তব্য করেছেন—৯০ দশকের নায়িকা হয়েও তাঁর এনার্জি আজকের নায়িকাদের ছাড়িয়ে গেছে।
‘বহুরূপী’ সিনেমার গান ‘ডাকাতিয়া বাঁশি’ মুক্তির আগে থেকেই ভাইরাল। গানটির কথা লিখেছেন ননীচোরা দাস বাউল ও অনিন্দ্য বোস। সুর দিয়েছেন বনি চক্রবর্তী এবং গেয়েছেন ননীচোরা দাস বাউল, শ্রেষ্ঠা দাস ও বনি চক্রবর্তী।
গানের ভিডিওতে শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও কৌশানি মুখোপাধ্যায়ের পারফরম্যান্স দর্শকদের মন জয় করেছে। বিশেষ করে কৌশানির নাচের স্টেপ এবং শৈল্পিক উপস্থাপনা গানটিকে আলাদা মাত্রায় নিয়ে গেছে।
পার্টিতে উপস্থিত ছিলেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়, কৌশানি মুখোপাধ্যায়, আবির চট্টোপাধ্যায়, নন্দিতা দাস, ঋতাভরী চক্রবর্তী, ঋতুপর্ণা সেনগুপ্ত, মিমি চক্রবর্তী ও বনি সেনগুপ্তসহ আরও অনেকে। কেক কেটে উদযাপন করা হয় ছবির সাফল্যের এই অসাধারণ যাত্রা।
‘বহুরূপী’র সাফল্য শুধু বক্স অফিস নয়, বরং দর্শকদের হৃদয়েও জায়গা করে নিয়েছে। এই সিনেমা প্রমাণ করেছে, গল্প আর শিল্পের গভীরতা এখনও দর্শককে টেনে আনতে পারে।