মুন্সীগঞ্জ সদরে অবৈধভাবে কারেন্ট জাল তৈরির ছয়টি কারখানা ও গোডাউনে অভিযান চালিয়ে ১০১ কোটি টাকা মূল্যের জাল জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ৩টার দিকে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে কোস্ট গার্ডের ঢাকা জোনের অধীন বিসিজি স্টেশন পাগলা মুন্সীগঞ্জ সদরের ধোপাবাড়ি সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
৬টি কারখানা ও গোডাউনে তল্লাশি চালিয়ে, ২ কোটি ৯০ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। ৬ হাজার পিস সুতার রিল জব্দ করা হয়, যা জাল তৈরিতে ব্যবহৃত হতো। উদ্ধারকৃত অবৈধ পণ্যের মোট মূল্য আনুমানিক ১০১ কোটি টাকা।
অভিযানের পর মুন্সীগঞ্জ সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দকৃত কারেন্ট জাল ও সুতার রিল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক বলেন, "দেশের মৎস্য সম্পদ রক্ষায় কোস্ট গার্ডের নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। অবৈধ কারেন্ট জাল নির্মূল করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।"
বাংলাদেশে কারেন্ট জাল নিষিদ্ধ, কারণ এটি নদী ও জলাশয়ে মাছের প্রাকৃতিক প্রজনন ব্যাহত করে এবং জলজ পরিবেশের মারাত্মক ক্ষতি সাধন করে। নিষিদ্ধ জাল ব্যবহার বন্ধে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী নিয়মিত অভিযান পরিচালনা করছে।
এ অভিযান দেশের মৎস্যসম্পদ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কোস্ট গার্ডের এই পদক্ষেপে অবৈধ কারেন্ট জাল ব্যবসায়ীদের বিরুদ্ধে কড়াকড়ি ব্যবস্থা নেওয়ার বার্তা দেওয়া হয়েছে। একই সঙ্গে সাধারণ জনগণকেও সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে।