মুলতানে সিরিজের প্রথম টেস্টে তৃতীয় দিনের সকালে পাকিস্তানের ব্যাটিং লাইনআপ আরেকবার ধসে পড়ে। দিনের শুরুতে হাতে থাকা ৭ উইকেট হারিয়ে মাত্র ১৫.৪ ওভারে পাকিস্তান যোগ করে মাত্র ৪৮ রান। ফলে তাদের দ্বিতীয় ইনিংস শেষ হয় ১৫৭ রানে।
আগের দিনের ৩ উইকেটে ১০৯ রানের সঙ্গে আজ মাত্র ৪৮ রান যোগ করে ১৫৭ রানে থামে পাকিস্তানের ইনিংস। জোমেল ওয়ারিকানের ঘূর্ণির সামনে অসহায় হয়ে পড়ে পাকিস্তানের ব্যাটসম্যানরা। বাঁহাতি এই স্পিনার তার ক্যারিয়ারসেরা বোলিং করে ৩২ রানে ৭ উইকেট শিকার করেন। এটি তাঁর প্রথম পাঁচ উইকেটের কীর্তি। প্রথম ইনিংসে ৩ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে গতকাল দুটি এবং আজ সকালে আরও পাঁচটি উইকেট নিয়ে তিনি পাকিস্তানের ব্যাটিং লাইনআপ ভেঙে দেন। গুড়াকেশ মোতি নেন একটি উইকেট এবং দুটি রানআউট হয়।
পাকিস্তানের ইনিংসে সর্বোচ্চ ৫২ রান করেন অধিনায়ক শান মাসুদ। দ্বিতীয় সর্বোচ্চ ২৯ রান করেন মোহাম্মদ হুরায়রা।
পাকিস্তান প্রথম ইনিংসে ৯৩ রানের লিডের সুবাদে চতুর্থ ইনিংসে ওয়েস্ট ইন্ডিজকে ২৫১ রানের লক্ষ্য দিয়েছে। মুলতানের মাঠে এত বড় রান তাড়া করে জেতার নজির একটিই, ২০০৩ সালে ইনজামাম-উল-হকের সেঞ্চুরিতে বাংলাদেশকে ২৬১ রান করে হারিয়েছিল পাকিস্তান।
লক্ষ্য তাড়ায় নেমে ওয়েস্ট ইন্ডিজও শুরুতেই চাপে পড়ে। প্রতিবেদন লেখার সময় ৩৬ রানেই তারা হারিয়েছে ৩ উইকেট। ক্রেইগ ব্রাফেট সাজিদ খানের বলে আউট হন, যা পাকিস্তানের জন্য স্বস্তির বিষয়।
মুলতানে টেস্টটি এখন উত্তেজনার চূড়ায়। ওয়েস্ট ইন্ডিজ যদি লক্ষ্য তাড়া করতে পারে, এটি হবে স্মরণীয় জয়। অন্যদিকে পাকিস্তান চাইবে তাদের বোলারদের মাধ্যমে ম্যাচে আধিপত্য বিস্তার করে জয় ছিনিয়ে নিতে।