হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) নির্বাচনের প্রার্থী প্যানেলপ্রধান সৈয়দ গোলাম সরোয়ার প্রকাশ্যে ঘোষণা করেছেন, তিনি নির্বাচিত হলে হজযাত্রীদের কাছ থেকে ৩০ হাজার টাকা অতিরিক্ত আদায় করবেন এবং তা সবাই মিলে ভাগ করে নেবেন।
গত মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) হাব নির্বাচনের নির্বাচনী সমাবেশে সৈয়দ গোলাম সরোয়ার এই বক্তব্য দেন। তিনি বলেন, ‘যদি আমি নির্বাচিত হই, তাহলে হজযাত্রী প্রতি ৩০ হাজার টাকা অতিরিক্ত নেব এবং তা আমরা ভাগ করে নেব।’
এই বক্তব্যে হাব সদস্যদের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। তাদের ভাষ্যে, হজ একটি পবিত্র কাজ, এখানে সিন্ডিকেট করে অতিরিক্ত অর্থ আদায় করা নৈতিকতার পরিপন্থী।
হাবের সাবেক সাংস্কৃতিক সচিব মাওলানা মোস্তাফিজুর রহমান বলেন, ‘হাব সবসময় সিন্ডিকেট মুক্ত ছিল। আমরা গোলাম সরোয়ারের এই ধরনের কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাই।’
হাবের সাবেক সহসভাপতি মাওলানা ফজলুর রহমান জানান, ‘আমরা সরোয়ারের এই অনৈতিক পরিকল্পনার ঘোরবিরোধী। এটি মেনে নেওয়া যাবে না।’
সিন্দবাদ টুরসের মালিক আলহাজ জামাল হোসেন বলেন, ‘বাংলাদেশের হজ ব্যবস্থাপনা এতদিন সিন্ডিকেট মুক্ত ছিল। গোলাম সরোয়ারের সিন্ডিকেটের ঘোষণায় আমি হতবাক।’
হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের দ্বিবার্ষিক নির্বাচন আগামী ২২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। তবে এই বিতর্কিত ঘোষণার ফলে ভোটারদের মাঝে গোলাম সরোয়ারের অবস্থান কতটা টিকবে, তা নিয়ে প্রশ্ন উঠেছে।