যুক্তরাষ্ট্রের সরবরাহকৃত দূরপাল্লার আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম (ATACMS) ব্যবহার করে ইউক্রেন প্রথমবারের মতো রাশিয়ার ভূখণ্ডে হামলা চালিয়েছে বলে জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবার (১৯ নভেম্বর) রাশিয়ার ব্রিয়ানস্ক অঞ্চলে এ হামলার ঘটনা ঘটে। খবর বিবিসির।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেন ব্রিয়ানস্ক অঞ্চলের কারাচেভ শহরের কাছে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। পাঁচটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয় এবং একটি ধ্বংসাবশেষ একটি সামরিক স্থাপনায় পড়ে আগুন ধরে যায়। দ্রুত সেই আগুন নিয়ন্ত্রণে আনা হলেও এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ইউক্রেনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করা হয়নি। তবে দেশটির সামরিক বাহিনী জানায়, ব্রিয়ানস্ক অঞ্চলের একটি গোলাবারুদের গুদামে হামলা চালানো হয়, যা সীমান্ত থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে অবস্থিত।
ইউক্রেনের সংবাদমাধ্যম বলছে, এই হামলায় যুক্তরাষ্ট্রের সরবরাহকৃত ATACMS ক্ষেপণাস্ত্র ব্যবহৃত হয়েছে। তবে এ বিষয়ে ইউক্রেন নিশ্চিত কোনো তথ্য দেয়নি।
যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ব্যবহারের মাধ্যমে ইউক্রেনের রাশিয়ার ভূখণ্ডে হামলা কৌশলগত গুরুত্বপূর্ণ ঘটনা। এর মাধ্যমে দূরপাল্লার অস্ত্র ব্যবহারে ইউক্রেনের সক্ষমতা স্পষ্ট হয়েছে।
এই হামলার পর দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের এই অস্ত্র ব্যবহার রাশিয়া-যুক্তরাষ্ট্র সম্পর্কেও নতুন মাত্রা যোগ করতে পারে।