চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে রহিম টেক্সটাইলের শেয়ারপ্রতি আয় (ইপিএস) উল্লেখযোগ্য হারে বেড়েছে। অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে কোম্পানিটির ইপিএস হয়েছে ২৮ পয়সা, যা গত বছরের একই সময়ে ছিল ১৩ পয়সা। অর্থাৎ গত বছরের তুলনায় এই প্রান্তিকে ইপিএস দ্বিগুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে।
অর্থবছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে, অর্থাৎ জুলাই ২৪ থেকে ডিসেম্বর ২৪ সময়ে রহিম টেক্সটাইলের শেয়ারপ্রতি আয় হয়েছে ৪৯ পয়সা। গত বছরের একই সময়ে এই পরিমাণ ছিল ২৫ পয়সা। প্রথম দুই প্রান্তিকে শেয়ারপ্রতি মুনাফা বৃদ্ধির প্রধান কারণ হিসেবে কোম্পানি জানায় যে পরিচালনা ব্যয় এবং পণ্যের ব্যয় কমে যাওয়ায় এই মুনাফা বেড়েছে।
গতকাল মঙ্গলবার কোম্পানির পরিচালনা বোর্ডের বৈঠকে চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর আজ বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এই তথ্য প্রকাশ করা হয়।
গত ৩১ ডিসেম্বর রহিম টেক্সটাইলের শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) ছিল ২৫ টাকা ৩২ পয়সা। এর আগে ৩০ জুন পর্যন্ত এনএভি ছিল ২৪ টাকা ৮২ পয়সা।
জুলাই-ডিসেম্বর সময়ে কোম্পানির শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ ছিল ১১ টাকা ৮২ পয়সা। আগের বছরের একই সময়ে তা ছিল মাইনাস ৯ টাকা ৩২ পয়সা। অর্থপ্রবাহের এই ইতিবাচক পরিবর্তনের পেছনে প্রধান কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে সংগ্রহযোগ্য অর্থের বিপরীতে প্রকৃত সংগ্রহ বৃদ্ধি পাওয়া এবং ঋণদাতাদের প্রদান করা অর্থের পরিমাণ হ্রাস পাওয়া।
রহিম টেক্সটাইলের পরিচালনা ব্যয় হ্রাস এবং সংগ্রহযোগ্য অর্থের সঠিক ব্যবস্থাপনার ফলে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় ও নগদ অর্থপ্রবাহ বৃদ্ধি পেয়েছে। এই ইতিবাচক প্রবণতা কোম্পানির ভবিষ্যৎ কার্যক্রমের জন্য গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করে।