রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীর বড় ছেলে পরিচয়ে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার হওয়া ফাহিম আহমেদকে তিন দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। শনিবার (৪ জানুয়ারি) সিলেট মহানগর আদালতে তাঁকে হাজির করে রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা।
পুলিশ জানিয়েছে, রোববার তাঁর রিমান্ড শুনানির কথা রয়েছে। এর আগে শুক্রবার রাতে সিলেট নগরীর রায়নগর এলাকা থেকে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) ফাহিমকে গ্রেপ্তার করে। ফাহিম আহমেদের বাড়ি মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার দেওগাঁও গ্রামে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) সাইফুল ইসলাম জানান, ফাহিম আহমেদ দীর্ঘদিন ধরে রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীর বড় ছেলে পরিচয় দিয়ে প্রতারণা করে আসছিলেন। সরকারি দপ্তরগুলোতে বদলির তদবির ও বিভিন্ন স্কুলে ভর্তির নামে প্রতারণা করাই ছিল তাঁর মূল কৌশল।
পুলিশের এই কর্মকর্তা আরও জানান, গ্রেপ্তারের পর ফাহিমের বিরুদ্ধে প্রতারণার অভিযোগের বিষয়ে তদন্ত শুরু হয়েছে। রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে তাঁর প্রতারণার নানা কৌশল ও কর্মকাণ্ড সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানা যাবে।
ফাহিমের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছে পুলিশ। রিমান্ড শেষে তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
পুলিশের পক্ষ থেকে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে, যেন কেউ এ ধরনের প্রতারণার ফাঁদে না পড়েন।