সমাজ কল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন এগ্রিকালচারিস্টস' এসোসিয়েশন অফ বাংলাদেশ (এ্যাব)-এর নেতৃবৃন্দ। বুধবার (৫ ফেব্রুয়ারি) সচিবালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এগ্রিকালচারিস্টস' এসোসিয়েশনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন— আহ্বায়ক কৃষিবিদ রাশিদুল হাসান হারুন, এ্যাব ও কেআইবি'র সাবেক নির্বাচিত সাংগঠনিক সম্পাদক এবং বিএনপি জাতীয় নির্বাহী কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম, বীর মুক্তিযোদ্ধা ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক সিনিয়র কর্মকর্তা কৃষিবিদ মোসলেউদ্দিন ফারুক, কৃষিবিদ ইনস্টিটিউশনের সাবেক যুগ্ম মহাসচিব ও সিনিয়র কৃষিবিদ মোতাহার হোসেন নয়ন।
সভায় কৃষিবিদদের সমসাময়িক বিভিন্ন সমস্যা ও কৃষিবিদ ইনস্টিটিউশন সুষ্ঠুভাবে পরিচালনার বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়। নেতৃবৃন্দ কৃষি খাতের উন্নয়ন, কৃষিবিদদের বিভিন্ন সুবিধা নিশ্চিত করা এবং তাদের সমস্যা সমাধানের বিষয়ে মতামত তুলে ধরেন।
সমাজ কল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ এগ্রিকালচারিস্টস' এসোসিয়েশনের নেতৃবৃন্দকে আন্তরিক ধন্যবাদ জানান এবং কৃষিবিদদের যেকোনো সমস্যার দ্রুততম সময়ে যৌক্তিক সমাধানের আশ্বাস দেন। এই মতবিনিময়ের মাধ্যমে কৃষি খাতের উন্নয়নে নতুন দিক উন্মোচিত হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।