চলতি ২০২৪-২৫ অর্থবছরের মাঝপথে এসে সরকার শতাধিক পণ্য ও সেবার ওপর মূল্য সংযোজন কর (মূসক) এবং সম্পূরক শুল্ক বাড়িয়েছে। এসব পণ্যের মধ্যে অন্যতম সিগারেট, যা এখন নতুন দামে বিক্রি হবে।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাক্ষরিত একটি অধ্যাদেশ জারি হয়, যার পর জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ভ্যাট বিভাগ এ-সংক্রান্ত নির্দেশনা জারি করেছে। এই নির্দেশনার মাধ্যমে সিগারেটের মূল্যস্তর ভেদে স্ট্যাম্প ও ব্যান্ডরোল ব্যবহার এবং মূসক ও সম্পূরক শুল্ক আদায় করতে বলা হয়েছে।
বিশেষত, ২০২৪-২৫ অর্থবছরের শেষ ছয় মাসে রাজস্ব আদায় বাড়ানোর লক্ষ্যেই এই ভ্যাট বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে। অধ্যাদেশ অনুযায়ী, সিগারেটের চারটি স্তরের দাম ও শুল্ক বাড়ানো হয়েছে।
নতুন দামে নিম্নস্তরের ১০ শলাকা সিগারেটের দাম ৫০ টাকা থেকে বাড়িয়ে ৬০ টাকা করা হয়েছে। এতে প্রযোজ্য সম্পূরক শুল্ক ৬০ শতাংশ থেকে ৬৭ শতাংশ করা হয়েছে। এছাড়া, মধ্যমস্তরে ৭০ টাকা থেকে ৮০ টাকা, এবং সম্পূরক শুল্ক ৬৫.৫ শতাংশ থেকে ৬৭ শতাংশ বাড়ানো হয়েছে। উচ্চস্তরের সিগারেটের দাম ১২০ টাকা থেকে ১৪০ টাকা করা হয়েছে, সাথে সম্পূরক শুল্ক ৬৫.৫ শতাংশ থেকে ৬৭ শতাংশ করা হয়েছে। আর অতি উচ্চস্তরের সিগারেটের দাম ১৬০ টাকা থেকে বাড়িয়ে ১৮৫ টাকা করা হয়েছে, এবং সম্পূরক শুল্ক ৬৫.৫ শতাংশ থেকে ৬৭ শতাংশ বৃদ্ধি করা হয়েছে।
এই নতুন নিয়মের ফলে সিগারেটের দাম সাধারণ ক্রেতাদের জন্য বৃদ্ধি পাওয়ার পাশাপাশি রাজস্ব আদায়ে বড় ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে।