আইএফআইসি ব্যাংকের ৪ কোটি ১৪ লাখ টাকার চেক ডিজঅনার মামলায় ক্রিকেটার সাকিব আল হাসানসহ চারজনের বিরুদ্ধে সমন জারি করেছেন আদালত। বুধবার (১৮ ডিসেম্বর) ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মাহবুবুল হক এই সমন জারি করেন এবং আগামী ১৮ জানুয়ারি তাদের আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন।
আইএফআইসি ব্যাংকের রিলেশনশিপ অফিসার সাহিবুর রহমান গত ১৫ ডিসেম্বর এই মামলা দায়ের করেন। মামলায় সাকিব আল হাসানের মালিকানাধীন সাকিব আল হাসান অ্যাগ্রো ফার্ম, ফার্মের এমডি গাজী শাহাগীর হোসাইন, পরিচালক ইমদাদুল হক এবং মালাইকা বেগমকে আসামি করা হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, সাকিবের মালিকানাধীন অ্যাগ্রো ফার্ম ব্যবসায়িক প্রয়োজনে আইএফআইসি ব্যাংকের বনানী শাখা থেকে ঋণ গ্রহণ করে এবং তার বিপরীতে দুটি চেক ইস্যু করে। পরবর্তীতে চেকগুলো ব্যাংকে জমা দিলে পর্যাপ্ত অর্থ না থাকায় তা ডিজঅনার হয়। দুটি চেকের মোট পরিমাণ প্রায় ৪ কোটি ১৫ লাখ টাকা।
ঋণের অর্থ ফেরত চেয়ে আইএফআইসি ব্যাংকের পক্ষ থেকে দৈনিক পত্রিকার মাধ্যমে লিগ্যাল নোটিশ পাঠানো হয়। তবে নোটিশের ৩০ দিনের মধ্যে কোনও সাড়া না পেয়ে ব্যাংক কর্তৃপক্ষ আদালতে মামলা করেন।
শুনানি শেষে আদালত সাকিবসহ চারজনের বিরুদ্ধে সমন জারি করেন এবং তাদের আগামী ১৮ জানুয়ারি আদালতে উপস্থিত হওয়ার নির্দেশ দেন।
মামলাটি নেগোশিয়েবল ইন্সট্রুমেন্ট অ্যাক্টের অধীনে দায়ের করা হয়েছে, যা চেক ডিজঅনার সংক্রান্ত বিষয় নিয়ন্ত্রণ করে। আইন অনুসারে চেক ডিজঅনার হলে নোটিশ পাঠানোর পর অর্থ পরিশোধ না করলে মামলার সুযোগ রয়েছে।
সাকিব আল হাসান বাংলাদেশের ক্রিকেটের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি হওয়ায় এই মামলা গণমাধ্যমে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। তার প্রতিষ্ঠানের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ তার ব্র্যান্ড ইমেজের ওপর প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।