রাঙামাটির সাজেক পর্যটন এলাকা থেকে খাগড়াছড়ি ফেরার পথে জিপ উল্টে ১০ পর্যটক আহত হয়েছেন। শনিবার (৭ ডিসেম্বর) সকাল ১১টার দিকে সাজেকের হাউজ পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতরা ঢাকার ধামরাই ও ব্রাহ্মণবাড়িয়া থেকে সাজেক ভ্রমণে গিয়েছিলেন।
গুরুতর আহতদের মধ্যে ঢাকার ধামরাইয়ের হাতকরা গ্রামের বাসিন্দা জাকির (২৭), আরফান (২৮), সবুজ (৩০), সাইফুল (২৭), উজ্জ্বল (২৭) এবং ব্যাটালিয়ন আনসারের সদস্য আবু বকর (৩৪) রয়েছেন। বাকিদের পরিচয় এখনও জানা যায়নি।
সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কনক সরকার জানান, সাজেক ভ্রমণ শেষে পর্যটকদের বহনকারী একটি জিপ খাগড়াছড়ি ফেরার পথে হাউজ পাড়া এলাকায় দুর্ঘটনায় পড়ে। গাড়িটি সড়ক থেকে প্রায় ৩০ ফুট নিচে পাহাড়ের খাদে পড়ে যায়। এতে জিপে থাকা ১০ জন পর্যটক আহত হন।
দুর্ঘটনার পর সেনাবাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠান।
সাজেক থেকে ফেরার পথে এ ধরনের দুর্ঘটনা প্রায়ই ঘটে, কারণ সড়কটি পাহাড়ি এবং বেশ ঝুঁকিপূর্ণ। স্থানীয় প্রশাসন পর্যটকদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে চালকদের সাবধানতার সঙ্গে গাড়ি চালানোর অনুরোধ জানিয়েছে।