সাভারের আশুলিয়ায় একটি প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় শিশুসহ একই পরিবারের তিনজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকালে নবীনগর-চন্দ্রা মহাসড়কের পলাশবাড়ী এলাকায় হাবীব সিএনজি পাম্পে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য সোহেল স্কয়ার হাসপাতালে ভর্তি করেন।
বিস্ফোরণে আহতরা হলেন—রাজধানীর মোহাম্মদপুরের কাটাসুর কাদেরাবাদ এলাকার প্রাইভেটকার চালক ইমরান হাসান সানি (৩৫), তার স্ত্রী মুক্তা আক্তার (৩২) ও তাদের সন্তান কাজী মিনহাজ (১১)।
সিএনজি পাম্প কর্তৃপক্ষ জানায়, বিকেল ৩টার দিকে একটি নীল রঙের প্রাইভেটকার গ্যাস রিফিল করতে ফিলিং স্টেশনে প্রবেশ করে। গাড়ির চালকসহ যাত্রীরা তখন পাশে দাঁড়িয়ে ছিলেন। গ্যাস রিফিল শুরু হতেই আকস্মিকভাবে সিলিন্ডারটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায় এবং পাশে দাঁড়িয়ে থাকা তিনজন আহত হন।
আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর আলম সিদ্দিকী বলেন, "খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস নেওয়ার সময় সিলিন্ডারের ত্রুটির কারণে বিস্ফোরণ ঘটে। আহতরা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।"
এ দুর্ঘটনার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গ্যাস সিলিন্ডার ব্যবহারে বাড়তি সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, সিলিন্ডারের মান ও নিয়মিত পরীক্ষা নিশ্চিত না হলে এ ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।