চার দফা মূল্যবৃদ্ধির পর দেশের বাজারে কমেছে স্বর্ণের দাম। নতুন দামে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ বিক্রি হবে ১ লাখ ৫৬,৬২৪ টাকা দরে, যা পূর্বের তুলনায় ভরিপ্রতি ১,২৪৮ টাকা কম।
মঙ্গলবার (৮ এপ্রিল) রাতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায়।
এর আগে গত ২৯ মার্চ সর্বশেষ স্বর্ণের দাম বাড়ানো হয়, যেখানে ২২ ক্যারেট স্বর্ণের দাম ছিল ১ লাখ ৫৭,৮৭২ টাকা, যা দেশের বাজারে এখন পর্যন্ত সর্বোচ্চ রেকর্ড।
নতুন দাম অনুযায়ী বিভিন্ন ক্যারেটের স্বর্ণের দাম হবে নিম্নরূপ:
২২ ক্যারেট: ১,৫৬,৬২৪ টাকা
২১ ক্যারেট: ১,৪৯,৪৯৭ টাকা
১৮ ক্যারেট: ১,২৮,১৪১ টাকা
সনাতন পদ্ধতি: ১,০৫,৬৬৪ টাকা
উল্লেখ্য, ২০২৪ সালের জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত বাজুস ১৮ বার স্বর্ণের দামে পরিবর্তন এনেছে। এর মধ্যে ১৪ বার মূল্য বৃদ্ধি এবং ৪ বার মূল্য হ্রাস করা হয়।
সবশেষ, ১৫ জানুয়ারি ২২ ক্যারেট স্বর্ণের দাম ছিল ১ লাখ ৩৯,৪৪৩ টাকা, যা ধাপে ধাপে বেড়ে ২৮ মার্চ পৌঁছে যায় সর্বোচ্চ ১ লাখ ৫৭,৮৭২ টাকায়।