বাংলাদেশের পোশাক শিল্পে যুক্তরাষ্ট্রের অংশীদারত্ব আরও জোরদার করার লক্ষ্যে ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন বৃহস্পতিবার হা-মীম গ্রুপের টঙ্গী জোনের পোশাক কারখানা পরিদর্শন করেছেন।
দুপুর সাড়ে ১২টার দিকে কারখানায় পৌঁছান তিনি এবং প্রতিষ্ঠানটির বিভিন্ন ইউনিট ঘুরে দেখেন। এ সময় রাষ্ট্রদূত জ্যাকবসন বাংলাদেশের তৈরি পোশাক শিল্পে যুক্তরাষ্ট্রের উচ্চমানের তুলার ব্যবহার ও ভবিষ্যৎ সহযোগিতা নিয়ে আলোচনা করেন।
কারখানা পরিদর্শনের সময় হা-মীম গ্রুপের পক্ষ থেকে উপস্থিত ছিলেন— এ. কে. আজাদ, ব্যবস্থাপনা পরিচালক (এমডি), সাজিদ আজাদ, পরিচালক, আকতারুজ্জামান, টঙ্গী জোনের প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও), গরিমা শ্রিবাস্তব, নির্বাহী পরিচালক (মার্চেন্ডাইজিং), বিক্রমজিৎ সিং, জ্যেষ্ঠ কর্মকর্তা।
প্রতিনিধি দলটি হা-মীম গ্রুপের উৎপাদন সক্ষমতা, কর্মপরিবেশ, শ্রমিকদের কল্যাণ, এবং উদ্ভাবনী প্রযুক্তির ব্যবহার বিষয়ে বিস্তারিত তথ্য গ্রহণ করেন।
যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে পোশাক খাতে দীর্ঘদিনের বাণিজ্যিক সম্পর্ক রয়েছে। এ সফর সেই সম্পর্ককে আরও শক্তিশালী করার একটি ইতিবাচক ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। বিশেষত, পরিবেশবান্ধব প্রযুক্তি ও টেকসই কাঁচামাল ব্যবহারে হা-মীম গ্রুপের অগ্রগতি আন্তর্জাতিক পর্যায়ে প্রশংসিত হচ্ছে।
রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের এই সফর দুই দেশের বাণিজ্যিক সম্পর্কের পাশাপাশি শ্রমমান, পণ্যের গুণগতমান এবং টেকসই উন্নয়ন লক্ষ্যের সঙ্গে বাংলাদেশের অগ্রগতিকে তুলে ধরেছে।