ঢাকা থেকে হেলিকপ্টারে চড়ে কক্সবাজারের পেকুয়ায় পৌঁছেছেন জনপ্রিয় ইসলামী বক্তা মিজানুর রহমান আজাহারী। শুক্রবার (২৭ ডিসেম্বর) বিকেলে তিনি পেকুয়ায় আসেন, যেখানে তার আগমনকে কেন্দ্র করে লাখো মানুষের উপচে পড়া ঢল নামে।
মাহফিলে যোগ দিতে আজাহারী হুজুর বসুন্ধরা গ্রুপের মালিকানাধীন একটি হেলিকপ্টারে করে পেকুয়ায় পৌঁছান। রাত ১০টায় পেকুয়া মরহুম মাওলানা শহীদ উল্লাহ স্মৃতি সংসদ ও সমাজ উন্নয়ন পরিষদের যৌথ উদ্যোগে আয়োজিত মাহফিলে প্রধান বক্তা হিসেবে আলোচনা করবেন তিনি। ইতোমধ্যে মাহফিলের ময়দানে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আয়োজক কমিটি এবং প্রশাসন।
এদিন সকাল ১০টা থেকে শুরু হয় ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের প্রথম অধিবেশন, যেখানে আলোচনায় অংশগ্রহণ করেন ইসলামী আলোচক মনিরুল ইসলাম মজুমদার। মাহফিলের প্রধান অতিথি হিসেবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ উপস্থিত থাকার কথা থাকলেও বর্তমানে তিনি লন্ডনে অবস্থান করছেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ।
পেকুয়া আলীয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাসান রব্বানী জানান, পেকুয়া গুলদি তাফসীর মাহফিলের ঐতিহ্য এবং এবারের মাহফিলে মিজানুর রহমান আজহারীর উপস্থিতি বিশেষ গুরুত্ব বহন করছে। মাহফিলের জন্য একটি বিশাল মঞ্চ তৈরি করা হয়েছে, যেখানে প্রায় ৫ লক্ষাধিক মুসল্লি একসঙ্গে বসার সুযোগ পাচ্ছেন।
পেকুয়া সমাজ উন্নয়ন পরিষদের প্রধান উপদেষ্টা নিয়ামত উল্লাহ নিজামী বলেন, "আজহারী হুজুরসহ আরো জনপ্রিয় ইসলামি আলোচকদের আগমন ধর্মপ্রাণ মুসল্লিদের মধ্যে বিশেষ আগ্রহ সৃষ্টি করেছে।"
নিরাপত্তা নিশ্চিত করতে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা জানান, "জল, স্থল ও আকাশপথে নিরাপত্তা নিশ্চিত করতে যৌথ বাহিনী মোতায়েন করা হয়েছে। সিসিটিভি, জেনারেটর লাইট, স্বেচ্ছাসেবক ও আইনশৃঙ্খলা বাহিনী ২৪ ঘণ্টা নিরাপত্তা পর্যবেক্ষণ করছে।"
মাহফিলের পরিবেশ এবং নিরাপত্তা ব্যবস্থা দেখে মুসল্লিরা শান্তিপূর্ণভাবে ধর্মীয় উপাসনায় নিযুক্ত হয়েছেন।