যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানলে লাখো মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। দাবানলের কবলে পড়েছেন অনেক অভিনয়শিল্পী, সংগীতশিল্পীসহ তারকারাও। ঝোড়ো বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় হলিউডসহ বিনোদনজগতের বেশ কিছু আয়োজন বাতিল বা স্থগিত করা হয়েছে।
দাবানল লস অ্যাঞ্জেলেসের প্যাসিফিক প্যালিসেডস ও আলতাদেনা এলাকায় ব্যাপকভাবে আঘাত হেনেছে। বিশেষ করে প্যাসিফিক প্যালিসেডস এলাকায় অনেক তারকার বিলাসবহুল বাড়ি রয়েছে। এই এলাকাটি তারকাদের প্রিয় জায়গা হিসেবে পরিচিত।
সঙ্গীতশিল্পী ও অভিনেত্রী ম্যান্ডি মুর দাবানলের কারণে তাঁর সন্তান ও পোষা প্রাণীদের নিয়ে এলাকা ছেড়েছেন। মুর তাঁর ইনস্টাগ্রাম পোস্টে জানিয়েছেন, দাবানলে তাঁর বসবাসের এলাকাটি ধ্বংস হয়ে গেছে।
মুর লিখেছেন, “আমার প্রিয় বাড়ি। আমাদের মধ্যে অনেকেই অনেক কিছু হারিয়েছেন। তাঁদের জন্য আমি গভীরভাবে মর্মাহত। আমি বিধ্বস্ত, একেবারেই হতভম্ব।”
অন্যদিকে, এমি পুরস্কারজয়ী অভিনেতা জেমস উডস এক্সে (সাবেক টুইটার) একটি ভিডিও পোস্ট করেছেন। ভিডিওতে দেখা যায়, দাবানল তাঁর বাড়ির কাছাকাছি চলে এসেছে। ভিডিওতে উডস বলেন, “সব সতর্ক সংকেত (ফায়ার অ্যালার্ম) বাজছে। আমি বিশ্বাসই করতে পারছি না যে আমাদের প্রিয় ছোট্ট বাড়িটি এমনভাবে ধ্বংস হয়ে গেছে।”
‘স্টার ওয়ারস’ তারকা মার্ক হ্যামিল জানিয়েছেন, মালিবু এলাকায় তাঁর বাড়ির আশপাশেও আগুন ছড়িয়ে পড়েছে। হ্যামিল তাঁর স্ত্রী ও পোষা কুকুরকে নিয়ে দ্রুত এলাকা ছেড়ে নিরাপদ স্থানে চলে যান।
অস্কারজয়ী তারকা জেমি লি কার্টিসও দাবানলের কারণে এলাকা ছাড়তে বাধ্য হয়েছেন। ইনস্টাগ্রাম পোস্টে কার্টিস লিখেছেন, “আমাদের প্রিয় এলাকাটি শেষ হয়ে গেছে। তবে সৌভাগ্যবশত আমাদের বাড়িটি এখনো নিরাপদ। কিন্তু অনেক মানুষ নিঃস্ব হয়ে গেছে।”
দাবানলের কারণে হলিউডের বেশ কয়েকটি বড় আয়োজন বাতিল বা পিছিয়ে দেওয়া হয়েছে। অস্কার মনোনয়ন ঘোষণার তারিখ পেছানো হয়েছে। আগামী সপ্তাহে নির্ধারিত অস্কার মনোনয়নের তালিকা প্রকাশের আনুষ্ঠানিকতা পিছিয়ে ১৯ জানুয়ারি করা হয়েছে। বার্ষিক ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ডস অনুষ্ঠান পিছিয়ে দেওয়া হয়েছে। এই অনুষ্ঠানে চলচ্চিত্র ও টেলিভিশন অঙ্গনের সেরা কাজের জন্য পুরস্কার দেওয়া হয়। রোববার এই আয়োজন হওয়ার কথা ছিল। এখন তা ২৬ জানুয়ারি অনুষ্ঠিত হবে। পামেলা অ্যান্ডারসনের ‘দ্য লাস্ট শোগার্ল’-এর প্রিমিয়ার বাতিল করা হয়েছে। রবি উইলিয়ামসের মিউজিক্যাল ফিল্ম ‘বেটার ম্যান’-এর বিশেষ প্রদর্শনী বাতিল করেছে প্যারামাউন্ট। নেটফ্লিক্সের গোল্ডেন গ্লোবজয়ী সিনেমা ‘এমিলিয়া পেরেজ’-এর সংবাদ সম্মেলন বাতিল করা হয়েছে।
দাবানলের ধ্বংসযজ্ঞ নিয়ে তারকারা সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁদের অনেকেই তাঁদের বাড়ি হারিয়েছেন বা এলাকা ছাড়তে বাধ্য হয়েছেন। এই ভয়াবহ দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তারকারা।
লস অ্যাঞ্জেলেসে দাবানল দ্রুত ছড়িয়ে পড়ছে। ঝোড়ো বাতাসের কারণে নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে দমকল বাহিনীকে। সাধারণ মানুষকে দ্রুত এলাকা ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।