1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ০৭:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সারা দেশে টানা বৃষ্টি, বাড়ছে অতি ভারি বর্ষণের শঙ্কা রেমিট্যান্স যোদ্ধাদের জন্য হাসপাতাল নির্মাণের উদ্যোগ কালীগঞ্জে শতবর্ষী গাছ উপড়ে ভবনের উপর, আগুনে আহত ১ আগামীকাল জাতীয় নাগরিক পার্টির ‘নতুন বাংলাদেশের রূপরেখা’ ঘোষণা নেছারাবাদের শতবর্ষী পেয়ারা বাগানে নিষেধাজ্ঞা অমান্য: লাউডস্পিকার জব্দ দিনাজপুরের কাহারোলে নিষিদ্ধ ঘোষিত দুই ছাত্রলীগ কর্মী গ্রেফতার জামালপুরে যুবসমাজের প্রতিবাদ—শুভ পাঠানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি খুলনার দিঘলিয়ায় ভ্যানচালককে কুপিয়ে হত্যা, প্রাক্তন স্বামীর ওপর সন্দেহের তীর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল মেলা ২০২৫-এ বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো উদ্ভাবনের প্রদর্শনী দেখাল ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯

কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার নিন্দা বার্তা

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ড. মুহাম্মদ ইউনূস

ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উদ্দেশ্য করে পাঠানো এক বার্তায় তিনি এই ঘটনার নিন্দা জানান এবং নিহতদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

ড. ইউনূস তার শোকবার্তায় বলেন, “কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় প্রাণহানির ঘটনায় আমার গভীর সমবেদনা গ্রহণ করুন। আমরা এই জঘন্য হামলার তীব্র নিন্দা জানাই। সন্ত্রাসবাদের বিরুদ্ধে বাংলাদেশের অবস্থান সবসময়ই দৃঢ় ছিল এবং থাকবে।”

মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেলে কাশ্মীরের অনিন্দ্যসুন্দর পর্যটনকেন্দ্র পেহেলগামে হঠাৎ করে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। ভারতীয় নিরাপত্তা সূত্রের বরাতে বার্তা সংস্থা AFP জানায়, হামলাকারীরা জঙ্গল থেকে বের হয়ে পর্যটকদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায়। এখন পর্যন্ত নিহতের সুনির্দিষ্ট সংখ্যা প্রকাশ না করা হলেও স্থানীয় নিরাপত্তা বাহিনীর একটি সূত্র জানিয়েছে, নিহতের সংখ্যা অন্তত ২৬। ঘটনাস্থলে অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং গোটা এলাকা ঘিরে তল্লাশি অভিযান চলছে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই হামলাকে ‘জঘন্য’ বলে অভিহিত করেছেন। তিনি বলেন, “এই কাপুরুষোচিত হামলা ভারতের বিরুদ্ধে, মানবতার বিরুদ্ধে। দায়ীদের শাস্তি নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।” তিনি আরও জানান, ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে তার সরকার সব ধরনের সহায়তা প্রদান করবে।

বাংলাদেশের পক্ষ থেকে বারবার সন্ত্রাসবাদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হয়েছে। আন্তর্জাতিক অঙ্গনে যেকোনো ধরনের সন্ত্রাসী কার্যক্রমের বিরোধিতা করে বাংলাদেশ সবসময় প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে শান্তি ও সহাবস্থানের পক্ষে অবস্থান নিয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট