নির্বাচনের আগে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার। তিনি বলেন, “যেকোনো মূল্যে পরিস্থিতির উত্তরণ ঘটানো হবে, কাউকে ছাড় দেওয়া হবে না।”
শনিবার (১২ জুলাই) সকাল সাড়ে ১০টায় রাজশাহী জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রেস উইংয়ের আয়োজনে সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও সুধীজনদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “গণঅভ্যুত্থানের পর থেকে সরকার পরিবর্তিত পরিস্থিতি স্বাভাবিক করার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। দেশে যেসব ঘটনাপ্রবাহ ঘটছে, সেগুলোর ক্ষেত্রে সরকার দ্রুত ও কঠোর পদক্ষেপ নিচ্ছে। নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন অত্যন্ত জরুরি, তাই এখন আর কোনো ছাড়ের জায়গা নেই।”
ঢাকায় ব্যবসায়ী হত্যার ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, “ওই ঘটনায় পুলিশ ইতোমধ্যেই চারজনকে গ্রেফতার করেছে এবং কারণ অনুসন্ধানে কাজ চলছে। প্রধান উপদেষ্টা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে নির্দেশ দিয়েছেন—আইনের বাইরে কেউ থাকবেন না। পুলিশকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।”
সাংবাদিকদের নিরাপত্তা ও মতপ্রকাশের স্বাধীনতা নিয়েও তিনি বলেন, “নির্বাচনের সময় সাংবাদিকদের আর পূর্বের মতো হয়রানির মুখোমুখি হতে হবে না। ডিজিটাল নিরাপত্তা আইনের অধীনে থাকা সকল মামলা বাতিল করা হয়েছে। নতুন সাইবার নিরাপত্তা আইনে শুধুমাত্র হ্যাকিং ছাড়া সব ধারা জামিনযোগ্য করা হয়েছে।”
সভায় আরও উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ, সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মির্জা ইমাম উদ্দিনসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী ও নাগরিক সমাজের প্রতিনিধিরা।