বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালক (বিক্রয় ও বিপণন) অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরটি সম্প্রতি হ্যাক হওয়ার ঘটনা সামনে এসেছে। হ্যাকাররা এই নম্বর ব্যবহার করে অসাধু চক্রের মাধ্যমে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে টাকা দাবি করছে। এ পরিস্থিতিতে বিমান কর্তৃপক্ষ তাদের যাত্রী এবং সবার জন্য সতর্কতা জারি করেছে।
শনিবার (২৫ জানুয়ারি) দুপুরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তাদের অফিসিয়াল ফেসবুক পেজে একটি জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরিচালক বিক্রয় ও বিপণনের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর (01777-715504) হ্যাক হওয়ার পর, একটি অসাধু চক্র বিভিন্ন ব্যক্তি ও সংস্থার কাছে অর্থ চাওয়ার চেষ্টা করছে। বিমান কর্তৃপক্ষ এ ধরনের বার্তায় সাড়া না দিতে এবং কোনোভাবেই প্রতারণার ফাঁদে পড়তে নিষেধ করেছে।
বিমানের পক্ষ থেকে আরও বলা হয়েছে, এমন কোনো বার্তায় সাড়া না দেওয়ার জন্য এবং ব্যক্তিগত তথ্য বা অর্থ প্রদান থেকে বিরত থাকার জন্য সকলকে অনুরোধ করা হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে যে, তারা কখনও এমন অনুরোধ করবে না এবং এই ধরনের কার্যকলাপের সাথে তাদের কোনো সম্পর্ক নেই।
এ ধরনের প্রতারণার ঘটনা থেকে সাবধান থাকতে এবং যেকোনো সন্দেহজনক কর্মকাণ্ডের ব্যাপারে বিমান কর্তৃপক্ষকে জানাতে উক্ত নম্বর ব্যবহারকারীদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
এখানে লক্ষণীয়, যে কোনো রকম অনলাইনে বা ফোনে আসা সন্দেহজনক বার্তা থেকে সতর্ক থাকাই সবচেয়ে নিরাপদ পন্থা।