1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ১১:০৮ অপরাহ্ন
শিরোনাম :
র‌্যাব বিলুপ্তির অঙ্গীকার এনসিপির, আইনশৃঙ্খলা বাহিনীতে সংস্কারের ঘোষণা জুলাই ঘোষণাপত্র উপস্থাপনায় ঢাকায় ৮ জোড়া বিশেষ ট্রেন, ব্যয় ৩০ লাখ টাকা ঝিনাইদহে টানা বৃষ্টিতে ৭ হাজার ৫০০ হেক্টর ফসলি জমি পানির নিচে ইন্দুরকানীতে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে বিআরডিবির বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন মহেশপুরে মানহানির অভিযোগে আইনি পদক্ষেপের ঘোষণা হামিদুর রহমান রানার সারা দেশে টানা বৃষ্টি, বাড়ছে অতি ভারি বর্ষণের শঙ্কা রেমিট্যান্স যোদ্ধাদের জন্য হাসপাতাল নির্মাণের উদ্যোগ কালীগঞ্জে শতবর্ষী গাছ উপড়ে ভবনের উপর, আগুনে আহত ১ আগামীকাল জাতীয় নাগরিক পার্টির ‘নতুন বাংলাদেশের রূপরেখা’ ঘোষণা নেছারাবাদের শতবর্ষী পেয়ারা বাগানে নিষেধাজ্ঞা অমান্য: লাউডস্পিকার জব্দ

নেইমার নিজের তুলনায় সেরা ফুটবলার হিসেবে শুধু দুজনকে এগিয়ে রাখলেন

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫
নেইমার

সম্প্রতি ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার একটি সাক্ষাৎকারে ফুটবলের নানা সেরা তারকার সঙ্গে নিজের তুলনা করেছেন। ২০০২ সালের বিশ্বকাপজয়ী ব্রাজিল দলের অন্যতম সদস্য রিভালদোর জায়গায় নিজেকে দেখতে চাওয়ার কথা বলে বিতর্ক উসকে দিয়েছিলেন নেইমার। এবার সেই বিতর্কের রেশ ধরেই তিনি তুলনা করেছেন বেশ কিছু ফুটবল তারকার সঙ্গে।

এতে সবচেয়ে বড় চমক ছিল তার উত্তরে, যেখানে নেইমার জানিয়েছেন যে তিনি নিজেকে লুইস সুয়ারেজ, আনহেল দি মারিয়া, এনদ্রিক, মোহাম্মদ সালাহ, রিভালদো, এমবাপ্পে এবং ভিনিসিয়ুস জুনিয়রের চেয়েও এগিয়ে রাখেন। তবে, এই তালিকায় দুজন খেলোয়াড়কে নিজে থেকে এগিয়ে রাখেন তিনি—লিওনেল মেসি এবং ক্রিস্টিয়ানো রোনালদো।

ব্রাজিলের হয়ে আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি গোল করা নেইমার যদিও মেসি ও রোনালদোর সঙ্গে মাঠে একসাথে খেলেননি, তবে তাদের ক্যারিয়ার এবং অর্জনকে অসম্মান করার মতো কিছু নয় বলে মনে করেন তিনি। বিশেষ করে রোনালদোর দীর্ঘদিনের ক্যারিয়ার এবং অসাধারণ সাফল্য নিয়ে নেইমার তার শ্রদ্ধা প্রকাশ করেছেন।

এখানে আরও একটি চমক ছিল, যেখানে সুয়ারেজের তুলনায় নিজেকে এগিয়ে রাখলেও, মেসির তুলনায় একটুও পিছিয়ে রাখতে রাজি হয়েছেন নেইমার। এর আগে বিভিন্ন সাক্ষাৎকারে মেসির প্রতি তার ভালোবাসা এবং প্রশংসা প্রকাশ করেছিলেন ব্রাজিলিয়ান এই ফুটবল সুপারস্টার।

নেইমারের তুলনায় অন্যান্য তারকার মধ্যে, লুইস সুয়ারেজ: নেইমার, আনহেল দি মারিয়া: নেইমার, এনদ্রিক: নেইমার, মোহাম্মদ সালাহ: নেইমার, লিওনেল মেসি: মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো: রোনালদো, রিভালদো: নেইমার, এমবাপ্পে: নেইমার, ভিনিসিয়ুস: নেইমার।

নেইমারের এই তুলনা একবারেই নতুন কিছু নয়, কারণ তার মেসি ও রোনালদোর প্রতি শ্রদ্ধা এবং সম্মান দীর্ঘদিনের। তবে এই সাক্ষাৎকারে তার উত্তর ফুটবল বিশ্বের এক নতুন দৃষ্টিকোণ উন্মোচন করেছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট