1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৩:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
শাহরুখ খান দুবাইয়ে টাওয়ার উদ্বোধনে শেয়ার করলেন জীবনের মোড় ঘুরানো মুহূর্ত মাত্র ৫ রানে ভারতের ৫ উইকেট নিয়ে ভারতকে হারিয়ে সমতায় দক্ষিণ আফ্রিকা এস আলম গ্রুপের ১,৯৩৬ একর জমি জব্দের আদেশ: দুদক চট্টগ্রাম বন্দরে ডিপোগুলোর কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত স্থগিত বিকডা মেয়েদের হিজাব নিষেধাজ্ঞায় অস্ট্রিয়ার পার্লামেন্ট অনুমোদন দিল বাংলাদেশ-পাকিস্তান আঞ্চলিক জোট: ইসলামাবাদ ‘উন্মুক্ত’ হওয়ার ইঙ্গিত দিয়েছে ড. মুহাম্মদ ইউনূসের অভিনন্দন: ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগের পরিকল্পনা প্রকাশ তানোরে নলকূপের গর্তে পড়ে শিশু সাজিদের মৃত্যু খুলনায় বিএনপি নেতা গাজী এনামুল হাচান মাসুমের বহিষ্কারাদেশ প্রত্যাহার

সিঙ্গার বাংলাদেশের লভ্যাংশ ঘোষণা: লোকসানের মধ্যেও শেয়ারহোল্ডারদের পুরস্কৃত

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫

সিঙ্গার বাংলাদেশ লিমিটেড ৩১ ডিসেম্বর ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। সোমবার অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়। ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

২০২৪ অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৪ টাকা ৯১ পয়সা, যেখানে আগের বছর শেয়ারপ্রতি ৫ টাকা ২৪ পয়সা আয় হয়েছিল। তবে, ৩১ ডিসেম্বর ২০২৪ তারিখে কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) ছিল ২৫ টাকা ৮১ পয়সা। অর্থাৎ, লোকসানের মধ্যেও শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ প্রদানের মাধ্যমে তাদের প্রতি দায়বদ্ধতার নজির রেখেছে সিঙ্গার।

শেয়ারপ্রতি মুনাফা হ্রাসের প্রধান কারণ হিসেবে কোম্পানিটি উল্লেখ করেছে ব্যাংকঋণের সুদহার বৃদ্ধি। ২০২৩ সালে সুদ বাবদ ব্যয় ছিল ৬০ কোটি ৪০ লাখ টাকা, যা ২০২৪ সালে বেড়ে দাঁড়িয়েছে ১৪৩ কোটি ৩০ লাখ টাকায়। এছাড়া টাকার বিনিময় হার কমে যাওয়ার কারণে কোম্পানির ক্ষতি হয়েছে ২৪ কোটি ৭০ লাখ টাকা। পরিচালনা ব্যয় এবং বিক্রয় ব্যয়ও সম্মিলিতভাবে রাজস্ব আয়ের চেয়ে বেশি হওয়ায় ক্ষতির মুখে পড়তে হয়েছে প্রতিষ্ঠানটিকে।

সিঙ্গার বাংলাদেশের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২২ এপ্রিল বেলা ২টা ৩০ মিনিটে ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে। এজিএমের জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৮ ফেব্রুয়ারি।

২০২৪ সালে সিঙ্গার বাংলাদেশের শেয়ারের সর্বোচ্চ দাম ছিল ১৬১ টাকা এবং সর্বনিম্ন দাম ছিল ১০৬ টাকা। উল্লেখযোগ্য বিষয় হলো, কোম্পানিটি ২০২৩ সালে ৩৫ শতাংশ, ২০২২ সালে ১০ শতাংশ, ২০২১ সালে ৬০ শতাংশ এবং ২০২০ সালে ৩০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।

লোকসান সত্ত্বেও সিঙ্গার বাংলাদেশের এই লভ্যাংশ ঘোষণার পদক্ষেপ শেয়ারহোল্ডারদের আস্থা ধরে রাখার প্রচেষ্টা হিসেবে প্রশংসিত হচ্ছে। এটি কোম্পানির দীর্ঘমেয়াদি প্রতিশ্রুতি ও ব্যবসায়িক অবস্থান শক্তিশালী করার প্রতিফলন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট