ঝিনাইদহ জেলা শহরে রেল লাইন, মেডিকেল কলেজ ও কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। শনিবার সকালে শহরের পায়রা চত্বরে এই মানববন্ধনের আয়োজন করে রেললাইন, মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন কমিটি। কর্মসূচিতে ব্যানার–ফেস্টুন হাতে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ নানা শ্রেণী–পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন আইনজীবী এস এম মসিউর রহমান, অবসরপ্রাপ্ত শিক্ষক এন এম শাহজালাল, বিএনপি নেতা মীর রবিউল ইসলাম লাবলু, রেললাইন বাস্তবায়ন কমিটির সাধারণ সম্পাদক কামরুজ্জামান, নবচিত্র পত্রিকার সম্পাদক এ্যাড. আলাউদ্দিন আল আজাদ, কমিউনিস্ট পার্টির সভাপতি স্বপন কুমার বাগচী, বাসদ সভাপতি এ্যাড. আসাদসহ অন্যান্য বক্তারা।
বক্তারা বলেন, ঝিনাইদহ জেলা দীর্ঘদিন ধরে অবহেলিত। রেললাইন না থাকায় জেলার বৃহৎ জনগোষ্ঠী যোগাযোগ ব্যবস্থায় পিছিয়ে পড়ছে। একইভাবে মেডিকেল কলেজ ও কৃষি বিশ্ববিদ্যালয় না থাকায় স্বাস্থ্যসেবা ও উচ্চশিক্ষায় বৈষম্য বাড়ছে। তারা বলেন, “ঝিনাইদহবাসীর ন্যায্য দাবি দীর্ঘদিন উপেক্ষিত। এখনই সময় রেল লাইন স্থাপন, মেডিকেল কলেজ প্রতিষ্ঠা এবং কৃষি বিশ্ববিদ্যালয় নির্মাণের মাধ্যমে এই জেলার উন্নয়নের পথ প্রশস্ত করার।”
মানববন্ধনে অংশগ্রহণকারীরা অবিলম্বে সরকারের কাছে এসব দাবি বাস্তবায়নের আহ্বান জানান।