বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার প্রস্তুতি হিসেবে জার্মানি থেকে একটি বিশেষায়িত এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় আসছে। শনিবার (৬ ডিসেম্বর) বিকেল ৫টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ার অ্যাম্বুলেন্সটি অবতরণ করবে বলে নিশ্চিত করেছে ঢাকায় কাতার দূতাবাস।
শুক্রবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় কাতার দূতাবাসের জনসংযোগ কর্মকর্তা আসাদুর রহমান আসাদ জানান, কাতার সরকার মানবিক সহায়তা হিসেবে একটি এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া করে দিচ্ছে। এতে খালেদা জিয়ার নিরাপদ ও দ্রুত চিকিৎসা নিশ্চিত করা সম্ভব হবে। তিনি আরও বলেন, অ্যাম্বুলেন্সটি জার্মানিতে নির্মিত হলেও এটি কাতারের ব্যবস্থাপনাতেই আসছে।
এর আগে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, কাতার রাজপরিবারের পূর্বঘোষিত এয়ার অ্যাম্বুলেন্সটিতে কারিগরি ত্রুটি থাকায় কাতারের আমির নতুন অ্যাম্বুলেন্স পাঠানোর নির্দেশ দেন। তারই অংশ হিসেবে শনিবার বিকেল ৫টায় নতুন এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকায় পৌঁছাবে।
তিনি পরিষ্কার করে বলেন, কাতার জার্মানি থেকে নতুনভাবে কোনো এয়ার অ্যাম্বুলেন্স পাঠাচ্ছে না; বরং কাতারের বহরে থাকা জার্মান কোম্পানির তৈরি এয়ার অ্যাম্বুলেন্সই জরুরি ভিত্তিতে ব্যবহারের জন্য পাঠানো হচ্ছে।
১৩ দিন ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়া চিকিৎসাধীন। তাঁর শারীরিক অবস্থা নিয়ে দেশজুড়ে উদ্বেগ বাড়ছে। চিকিৎসকরা জানিয়েছেন, ফুসফুসে সংক্রমণজনিত জটিলতা কিছুটা উন্নত হলেও সার্বিক শারীরিক অবস্থা এখনো সংকটাপন্ন। হৃদ্যন্ত্রের জটিলতাও আংশিক কমেছে, তবে অন্যান্য সমস্যাগুলো স্থিতিশীল হলেও আশঙ্কামুক্ত বলা যাচ্ছে না।
গত ২৩ নভেম্বর রাতে শ্বাসকষ্ট দেখা দিলে তাঁকে দ্রুত এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষায় ফুসফুসে সংক্রমণ ধরা পড়লে প্রথমে এইচডিইউতে (মধ্যবর্তী নিবিড় পরিচর্যা ইউনিট) রাখা হয় এবং পরবর্তীতে অবস্থার অবনতি হলে তাঁকে সিসিইউতে (নিবিড় পরিচর্যা ইউনিট) নেওয়া হয়।
দেশের রাজনৈতিক মহলসহ সাধারণ মানুষও সাবেক প্রধানমন্ত্রীর সুস্থতা কামনা করছেন। এয়ার অ্যাম্বুলেন্স পৌঁছালে তাঁর বিদেশে চিকিৎসার সম্ভাবনা আরও জোরালো হবে বলে আশা করা হচ্ছে।