পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে চলতি মৌসুমের আমন ধান ও চাল ক্রয় কার্যক্রম। বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকাল সাড়ে তিনটায় উপজেলা খাদ্য গুদামে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুল হাসান। কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করতেই সরকারের এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সুদেব কুমার দাস, এলএসডির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোছা. জেসমিন আক্তার, স্থানীয় কৃষক প্রতিনিধি এবং মিল মালিকরা। স্থানীয় কৃষকরা জানান, ন্যায্যমূল্যে সরাসরি সরকারের কাছে ধান বিক্রির এ সুযোগ তাদের জন্য একটি বড় স্বস্তি এনে দেবে।
এলএসডির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোছা. জেসমিন আক্তার বলেন, এ মৌসুমে দেবীগঞ্জ উপজেলায় মোট ২৫৬ মেট্রিক টন ধান এবং ১,৪৭৫ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সরকার নির্ধারিত মূল্যে প্রতি কেজি ধান ৩৪ টাকা এবং চাল ৫০ টাকায় সংগ্রহ করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুল হাসান জানান, কৃষকদের কাছ থেকে সরাসরি ধান-চাল ক্রয় করলে তাদের ন্যায্য দাম নিশ্চিত হয় এবং এ উদ্যোগের মাধ্যমে কৃষকরা লাভবান হবেন। একইসঙ্গে খাদ্য নিরাপত্তায়ও এটি ইতিবাচক ভূমিকা রাখবে।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সুদেব কুমার দাস বলেন, কৃষকদের অংশগ্রহণ নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। কোনো অনিয়মের সুযোগ রাখা হবে না এবং ক্রয় কার্যক্রম স্বচ্ছতার মাধ্যমে পরিচালিত হবে।
এ কার্যক্রমের মাধ্যমে কৃষক ও সরকারের মধ্যে সরাসরি লেনদেন বৃদ্ধি পাওয়ায় স্থানীয় অর্থনীতিও আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।