গ্যাস ও অম্বল এখন ঘরে ঘরে সাধারণ এক সমস্যা হয়ে দাঁড়িয়েছে। ঝাল-ঝোলা খাবারের প্রতি বাঙালির ভালোবাসা যেমন অশেষ, তেমনি এর পরিণতিও তেমনই ভোগান্তিময়—অম্বল, বুক জ্বালা আর গলা পর্যন্ত উঠে আসা টক ঢেকুর। এই সমস্যার সহজ সমাধান হিসেবে অনেকেই আশ্রয় নেন অ্যান্টাসিড বা খালি পেটে ওমিপ্রাজোল জাতীয় ওষুধে। কিন্তু চিকিৎসকদের মতে, এ ধরনের ওষুধ নিয়মিত খেলে দীর্ঘমেয়াদে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে।
এর চেয়ে অনেক নিরাপদ, কার্যকর ও প্রাকৃতিক উপায় রয়েছে—একটি বিশেষ ঘরোয়া পাউডার, যা প্রতিদিন সকালে খালি পেটে এক গ্লাস পানির সঙ্গে মিশিয়ে খেলে আপনি পেতে পারেন অম্বল ও গ্যাস থেকে স্বস্তি, এমনকি সাত দিনের মধ্যে ওজনও কমতে শুরু করবে।
এক কাপ করে গোটা জিরে, মেথি, মৌরি, জোয়ান ও সর্ষে নিয়ে নিন। একটি শুকনো খোলায় কম আঁচে উপকরণগুলো নাড়াচাড়া করে দিন যতক্ষণ না সুগন্ধ বেরোয়। ঠান্ডা করে সব উপকরণ গুঁড়ো করে একটি পাউডার তৈরি করুন।
প্রতিদিন সকালে খালি পেটে এক গ্লাস পানিতে এক চামচ এই পাউডার গুলে পান করুন। নিয়মিত এই অভ্যাস আপনার হজমের গণ্ডগোল দূর করবে, অন্ত্রের খারাপ ব্যাকটেরিয়াগুলো কমাবে এবং শরীর থেকে জমে থাকা টক্সিন বের করে দেবে। এর ফলে শুধু অম্বল নয়, আপনার ওজনও ধীরে ধীরে কমে আসবে।
‘আমেরিকান জার্নাল অফ গ্যাস্ট্রোএন্টেরোলজি’-র একটি গবেষণা অনুযায়ী, অন্ত্রে থাকা খারাপ ব্যাকটেরিয়াগুলোই গ্যাস-অম্বলের প্রধান কারণ। এই পাউডারে থাকা উপাদানগুলো যেমন জিরে, মেথি ও মৌরি অন্ত্রে সঠিক ব্যাকটেরিয়ার ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে।
অতএব, অম্বলের সমস্যা সমাধানে আর কৃত্রিম ওষুধ নয়। এবার ঘরোয়া ও প্রাকৃতিক উপায়েই মিলবে টেকসই সমাধান—এক কাপ পানিতে এক চামচ পাউডারেই মিলবে স্বাস্থ্য ও সুস্থতা।