সৌদি আরবে বাসস্থান, কর্মক্ষেত্র এবং সীমান্ত নিরাপত্তা বিধি লঙ্ঘনের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়ে মাত্র এক সপ্তাহেই ২২ হাজার ১৫৬ জনকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শনিবার (১৫ নভেম্বর) সৌদি প্রেস এজেন্সি (SPA) এ তথ্য নিশ্চিত করেছে।
প্রতিবেদন অনুযায়ী, আবাসিক আইন লঙ্ঘনের অভিযোগে ১৪ হাজার ২৭ জন, অবৈধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টা করায় ৪৭৮১ জন, এবং শ্রম–সম্পর্কিত সমস্যায় ৩৩৪৮ জনকে আটক করা হয়েছে। এসব অভিযানে সৌদি কর্তৃপক্ষ কঠোর নজরদারি নিশ্চিত করার পাশাপাশি আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে শূন্য–সহনশীলতার নীতি গ্রহণ করেছে।
এছাড়া অবৈধভাবে দেশটিতে প্রবেশের চেষ্টা করা ১৯২৪ জনের জাতীয়তা বিশ্লেষণে দেখা যায়—
৬২% ইথিওপিয়ান,
৩৭% ইয়েমেনি,
১% অন্যান্য দেশের নাগরিক।
সৌদি থেকে প্রতিবেশী দেশে প্রবেশের চেষ্টা করার সময় আরও ৩২ জনকে ধরা হয়। পাশাপাশি অবৈধ প্রবেশকারীদের আশ্রয় বা পরিবহন দেওয়ার অভিযোগে ৩১ জনকেও গ্রেপ্তার করা হয়েছে।
সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে জানায়,
অবৈধ প্রবেশে সহায়তা করলে
সর্বোচ্চ ১৫ বছর কারাদণ্ড,
১ মিলিয়ন রিয়াল পর্যন্ত জরিমানা,
সংশ্লিষ্ট যানবাহন ও সম্পত্তি বাজেয়াপ্ত করা হতে পারে।
মন্ত্রণালয় আরও জানায়, নিরাপত্তা বিধি লঙ্ঘন রোধে দেশজুড়ে অভিযান অব্যাহত থাকবে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।