দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুর্দান্ত ফর্মে রয়েছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। দ্বিতীয় টি-টোয়েন্টিতে তিনি রোহিত শর্মাকে ছাড়িয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি রানের মালিক হন। ১১ রানের অপরাজিত ইনিংস খেলেই রোহিতকে টপকে যান পাকিস্তানি তারকা ব্যাটার।
শনিবার (১ নভেম্বর) লাহোরে অনুষ্ঠিত সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে আবারও ইতিহাস গড়লেন বাবর আজম। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৪৭ বলে ৬৮ রানের দুর্দান্ত ইনিংস খেলে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ফিফটির মালিক বনে গেছেন তিনি। এত দিন পর্যন্ত ৩৯টি ফিফটির মালিক ছিলেন বিরাট কোহলি ও বাবর — এবার ৪০তম অর্ধশতক পূর্ণ করে এককভাবে শীর্ষে উঠে গেলেন পাকিস্তান অধিনায়ক।
প্রথমে টস হেরে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা ২০ ওভারে ৯ উইকেটে তোলে ১৩৯ রান। পাকিস্তানের পক্ষে শুরুতেই শাহীনের ঘূর্ণিতে সাজঘরে ফেরেন কুইন্টন ডি কক। এরপর রান তাড়ায় নামে পাকিস্তান। শুরুতেই ৮ রানে প্রথম উইকেট হারালেও বাবর আজম মাঠে নামতেই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন।
দ্বিতীয় উইকেটে সাহিবজাদা ফারহানকে নিয়ে গড়েন ৩৬ রানের জুটি, এরপর তৃতীয় উইকেটে সালমান আগাকে সঙ্গে নিয়ে মাত্র ৫২ বলে গড়েন আরও ৭৬ রানের দারুণ পার্টনারশিপ। বাবরের ব্যাটে ভর করেই জয়ের ভিত পায় পাকিস্তান। শেষ পর্যন্ত ৬ বল হাতে রেখে ৪ উইকেটের জয় পায় সালমান আগার দল এবং ২–১ ব্যবধানে সিরিজ জিতে নেয় পাকিস্তান।
এই জয়ে পাকিস্তান শুধু সিরিজই জেতেনি, বরং বাবর আজম নিজের নামও তুলেছেন বিশ্বরেকর্ডের তালিকায়। তার ধারাবাহিক পারফরম্যান্সই প্রমাণ করে, তিনি এখনো বিশ্বের অন্যতম সেরা টি-টোয়েন্টি ব্যাটার।