বৈশাখের শেষ প্রান্তে এসে দেশের বিভিন্ন স্থানে গরমের তীব্রতা অসহনীয় পর্যায়ে পৌঁছেছে। রাজধানীসহ বিভিন্ন স্থানে খরতাপ থেকে কিছুটা স্বস্তি দিয়েছে হালকা বৃষ্টি, তবে দেশের বেশিরভাগ এলাকায় এখনও বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ।
এমন পরিস্থিতিতে দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিনে দেশের বিভিন্ন বিভাগের বেশ কিছু এলাকায় দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে।
বুধবার (১৪ মে) সন্ধ্যা ৬টা থেকে ২৪ ঘণ্টার পূর্বাভাসঃ ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায়, রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু'এক জায়গায়, অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে।
সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
বৃহস্পতিবার (১৫ মে) পূর্বাভাসঃ একই রকম পরিস্থিতি বজায় থাকবে। ময়মনসিংহ, সিলেট ও অন্যান্য বিভাগে বিক্ষিপ্তভাবে বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
শুক্রবার (১৬ মে) পূর্বাভাসঃ রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে কিছু কিছু জায়গায়রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে দু'এক জায়গায়, বজ্রসহ বৃষ্টি হতে পারে। তাপমাত্রা অপরিবর্তিত থাকবে।
শনিবার (১৭ মে) পূর্বাভাসঃ প্রায় একই রকম আবহাওয়া বিরাজ করবে। রংপুর ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায়, অন্যান্য বিভাগে দু’এক জায়গায় দমকা হাওয়াসহ বজ্রসহ বৃষ্টি হতে পারে।
রোববার (১৮ মে) পূর্বাভাসঃ দেশের বেশ কয়েকটি অঞ্চলে বৃষ্টিপাত ও বজ্রপাতের সম্ভাবনা থাকছে। সারাদেশে তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।