সেপ্টেম্বর ২০২৫ সালের ফিফা উইন্ডোতে নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। সোমবার (৭ জুলাই) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন (এএনএফএ)। কাঠমান্ডুর ঐতিহাসিক দশরথ স্টেডিয়ামে ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে যথাক্রমে ৬ এবং ৯ সেপ্টেম্বর।
মূলত ইউরোপের কোনো দলের বিপক্ষে খেলার আগ্রহ থাকলেও, সেই সময়টায় বিশ্বকাপ বাছাই ও বিভিন্ন দেশের পূর্বনির্ধারিত সূচির কারণে বাফুফে শেষ পর্যন্ত এশিয়ার দিকেই মনোনিবেশ করে। এশিয়ার একাধিক দেশের সঙ্গে যোগাযোগ করার পর শ্রীলঙ্কা ও নেপালের নাম সামনে আসে। তবে শেষ পর্যন্ত নেপাল সম্মত হওয়ায় তাদের বিপক্ষে ম্যাচ খেলতে রাজি হয় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
যদিও নেপাল ফুটবল ফেডারেশন আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে, বাফুফের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো বিবৃতি প্রকাশ করা হয়নি। তবে ফুটবল অঙ্গনে ধারণা করা হচ্ছে, প্রস্তুতির অংশ হিসেবেই বাংলাদেশ এ দুটি ম্যাচ খেলবে।
প্রসঙ্গত, বাংলাদেশের পরবর্তী গুরুত্বপূর্ণ ম্যাচ এশিয়ান কাপ বাছাইপর্বে ৯ অক্টোবর ঢাকায় অনুষ্ঠিত হবে হংকংয়ের বিপক্ষে। হংকংয়ের বর্তমান ফিফা র্যাংকিং ১৫৩, যেখানে বাংলাদেশ রয়েছে ১৭৩তম স্থানে। এর আগে একই সারির নেপালের বিপক্ষে ম্যাচ দুটি হবে গুরুত্বপূর্ণ প্রস্তুতিমূলক ধাপ।
ফুটবল বিশ্লেষকদের মতে, এই ম্যাচগুলো দলের সমন্বয় ও খেলোয়াড়দের মাঠে ঝালিয়ে নেওয়ার একটি কার্যকরী সুযোগ হয়ে উঠবে। বিশেষ করে ঘরের মাঠে শক্তিশালী হংকংয়ের বিপক্ষে নামার আগে আত্মবিশ্বাস ফিরে পেতে নেপালের বিপক্ষে জয় হতে পারে বড় অনুপ্রেরণা।