নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ম্যাচের প্রথমার্ধেই পিছিয়ে পড়েছে হ্যাভিয়ের কাবরেরার শিষ্যরা। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ১-০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিকরা।
খেলার শুরু থেকেই দুই দলই কিছুটা খাপছাড়া ফুটবল খেলতে থাকে। ম্যাচের চতুর্থ মিনিটে প্রথম কর্নার পায় বাংলাদেশ। অধিনায়ক জামাল ভূঁইয়া নেওয়া সেই কর্নার কিক কাজে লাগাতে পারেননি দলের কেউ। অন্যদিকে নেপালও আক্রমণাত্মক খেলার চেষ্টা করে, তবে বাংলাদেশের ডিফেন্সে আটকে যায় তাদের বেশ কয়েকটি আক্রমণ।
২০ মিনিটের মাথায় আবারও কর্নার সুযোগ পায় বাংলাদেশ। এবারও কর্নার থেকে গোলের দেখা পায়নি দল। জামাল ভূঁইয়ার নেওয়া কর্নার কিক নেপাল গোলরক্ষক সামনের দিকে এসে নিয়ন্ত্রণে নিতে ব্যর্থ হলেও সেই সুযোগ কাজে লাগাতে পারেননি বাংলাদেশের ফরোয়ার্ডরা।
ম্যাচের ২৯ মিনিটে গোল হজম করে বাংলাদেশ। নেপালের মিডফিল্ডার রোহিত চাঁদ আচমকা বল নিয়ে ঢুকে পড়েন বাংলাদেশের রক্ষণভাগে। কাটব্যাক থেকে পাওয়া নিচু শটে জালে বল জড়ান তিনি, তাতেই এগিয়ে যায় নেপাল (১-০)।
প্রথমার্ধের শেষ দিকে গোল শোধের চেষ্টা চালায় বাংলাদেশ। ৪৪ মিনিটে ক্রস থেকে পাওয়া বলে হেড নিয়েছিলেন তরুণ ফরোয়ার্ড ফাহিম, তবে তার নেওয়া বলটি সরাসরি চলে যায় প্রতিপক্ষ গোলরক্ষকের হাতে। শেষ পর্যন্ত ১-০ ব্যবধানেই পিছিয়ে থেকে বিরতিতে যায় লাল-সবুজরা।
ম্যাচের দ্বিতীয়ার্ধে গোল শোধে মাঠে নামবে বাংলাদেশ দল। সমর্থকদের প্রত্যাশা, ঘুরে দাঁড়িয়ে ম্যাচটি অন্তত ড্র করতে পারবে জামাল ভূঁইয়ারা।