শ্রীলঙ্কার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ের পর পাকিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে দারুণ এক জয় তুলে নিয়েছে বাংলাদেশ। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে শক্তিশালী পাকিস্তান দলকে ৭ উইকেটে হারিয়ে ৯ বছর পর পাকিস্তানের বিপক্ষে জয়ের স্বাদ পেল টাইগাররা।
টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় পাকিস্তান। তাসকিন আহমেদের বলে সাইম আইয়ুবের উইকেট হারায় তারা। এরপর মেহেদী হাসান ফেরান মোহাম্মদ হারিসকে। একপ্রান্ত আগলে রেখে কিছুটা লড়াই করার চেষ্টা করেন ফখর জামান। ৩৪ বলে ৪৪ রান করে রানআউটে কাটা পড়েন তিনি। খুশদিল শাহ (২৩) ও আব্বাস আফ্রিদি (২২) ব্যতীত কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি।
শেষ পর্যন্ত ৩ বল বাকি থাকতেই পাকিস্তান ১১০ রানে অলআউট হয়ে যায়, যা টি-টোয়েন্টিতে বাংলাদেশের বিপক্ষে তাদের সর্বনিম্ন দলীয় সংগ্রহ। বাংলাদেশের হয়ে তাসকিন আহমেদ নেন ৩ উইকেট, মোস্তাফিজুর রহমান ২টি এবং তানজিম সাকিব ও মেহেদী হাসান নেন একটি করে উইকেট। ৪ ওভার বোলিং করে মাত্র ৬ রান দিয়ে মোস্তাফিজ গড়েন নতুন রেকর্ড।
১১১ রানের লক্ষ্য তাড়ায় বাংলাদেশও শুরুতে চাপে পড়ে। ইনিংসের প্রথম ওভারে তানজিদ হাসান তামিম ১ রানে ফিরেন এবং তৃতীয় ওভারে ফেরেন লিটন দাস। দলীয় স্কোর ৭ রানেই ২ উইকেট হারায় স্বাগতিকরা। তবে সেখান থেকে ঘুরে দাঁড়ান পারভেজ হোসেন ইমন ও তাওহীদ হৃদয়।
এই দুই ব্যাটারের ব্যাটে গড়ে ওঠে ৭৩ রানের দুর্দান্ত জুটি। হৃদয় ৩৭ বলে ৩৬ রান করে আউট হলেও, ইমন ৩৯ বলে অপরাজিত ৫৬ রানে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। তার সঙ্গী জাকের আলী অনিক ১৫ রানে অপরাজিত ছিলেন।
এই জয়ের মধ্য দিয়ে পাকিস্তানের বিপক্ষে ৯ বছরের জয়খরা কাটালো বাংলাদেশ। সর্বশেষ ২০১৬ সালে এশিয়া কাপে জয় পেয়েছিল টাইগাররা। সেই ধারাবাহিকতা বজায় রাখতে এখন চোখ থাকবে সিরিজের বাকি দুই ম্যাচের দিকে।