শেষ ম্যাচে বেঞ্চ শক্তি যাচাই করতে গিয়ে বড় ব্যবধানে হেরে গেল বাংলাদেশ। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে পাকিস্তানের কাছে ৭৪ রানে পরাজিত হয়েছে টাইগাররা। তবে সিরিজের প্রথম দুটি ম্যাচ জিতে ২-১ ব্যবধানে সিরিজ নিজেদের করে নিয়েছে স্বাগতিকরা।
টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৭৮ রান সংগ্রহ করে সফরকারীরা। দলের হয়ে সর্বোচ্চ ৬৩ রান করেন ওপেনার সাহিবজাদা ফারহান। বাংলাদেশের পক্ষে সবচেয়ে সফল বোলার ছিলেন তাসকিন আহমেদ, যিনি ৩টি উইকেট নেন।
জবাবে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই ধসে পড়ে বাংলাদেশের ইনিংস। প্রথম ওভারেই ওপেনার তানজিদ তামিম ফিরলে চাপ বাড়ে। অধিনায়ক লিটন দাসও দ্রুত ফিরে যান মাত্র ৮ রানে। মিডল অর্ডারে মেহেদি হাসান মিরাজ, শেহ মেহেদি ও জাকের আলি কেউই দাঁড়াতে পারেননি। মাত্র ২৫ রানে ৫ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে টাইগাররা। শেষপর্যন্ত ১৬.৪ ওভারে ১০৪ রানে গুটিয়ে যায় স্বাগতিক দল। দলের হয়ে একমাত্র প্রতিরোধ গড়েন মোহাম্মদ সাইফউদ্দিন, যিনি ৩৪ বলে অপরাজিত ৩৫ রান করেন।
এর আগে পাকিস্তান পাওয়ার প্লে-তে কোনো উইকেট না হারিয়ে ৫৭ রান তোলে। নাসুম আহমেদ ৮ম ওভারে সায়িম আইয়ুবকে ফিরিয়ে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন।
শেষ ম্যাচে ব্যাটিং ও বোলিং দুই বিভাগেই ব্যর্থ হওয়ায় বড় ব্যবধানে হারলেও সিরিজ জয়ের সুবাদে আত্মবিশ্বাস ধরে রেখেছে বাংলাদেশ। বেঞ্চ শক্তি যাচাইয়ের সুযোগে কিছু দুর্বলতা সামনে এলেও তা ভবিষ্যতের জন্য প্রস্তুতির অংশ হিসেবে দেখা হচ্ছে।