প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৬, ২০২৫, ১১:৩৩ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১, ২০২৫, ৪:৪১ পি.এম
শ্রীলঙ্কায় মানবিক সহায়তা পাঠাচ্ছে বাংলাদেশ: ত্রাণ ও উদ্ধারকারী দল প্রস্তুত
ঘূর্ণিঝড় ও বন্যাকবলিত শ্রীলঙ্কার সংকটময় পরিস্থিতিতে বাংলাদেশ সরকার মানবিক সহায়তা নিয়ে পাশে দাঁড়াতে চলেছে। আগামী ৩ ডিসেম্বর (আবহাওয়া অনুকূল থাকলে) বাংলাদেশ বিমান বাহিনীর দু’টি বিশেষ বিমানের মাধ্যমে জরুরি ত্রাণসামগ্রী ও উদ্ধারকারী দল পাঠানো হবে। এ লক্ষ্যে প্রধান উপদেষ্টার কার্যালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, বিজিএমইএ এবং এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড সমন্বিতভাবে কাজ করছে।
সম্প্রতি ঘূর্ণিঝড় দিতওয়া'র প্রভাবে শ্রীলঙ্কায় আকস্মিক বন্যা, ভূমিধস এবং বিস্তৃত ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। সোমবার পর্যন্ত ভয়াবহ এই দুর্যোগে ৩৫৫ জন প্রাণ হারিয়েছে এবং ৩৬৬ জন নিখোঁজ রয়েছে বলে জানায় স্থানীয় প্রশাসন। ইতোমধ্যে দেশটিতে ২০ হাজারেরও বেশি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে এবং প্রায় ২ লাখ ১০ হাজার মানুষকে অস্থায়ী আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে।
এই বিপর্যয়ের কারণে শ্রীলঙ্কা সরকার দেশজুড়ে জরুরি অবস্থা জারি করেছে এবং আন্তর্জাতিক মহলের কাছে দ্রুত সহায়তার আবেদন জানিয়েছে। এমন পরিস্থিতিতে বাংলাদেশ সরকারের এই মানবিক উদ্যোগ দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করবে বলে মনে করা হচ্ছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত