হার দিয়ে সিরিজ শুরু করলেও দারুণ প্রত্যাবর্তন করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল। কক্সবাজারে শুক্রবার (৫ ডিসেম্বর) পাকিস্তানকে ৩ উইকেটে হারিয়ে তিন ম্যাচ সিরিজে ১–১ সমতা ফিরিয়েছে লাল–সবুজের মেয়েরা। ম্যাচজুড়ে টান–টান উত্তেজনা ও দারুণ লড়াইয়ের পর শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা।
টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে পাকিস্তান শুরু থেকেই চাপে পড়ে যায়। দলীয় ৭ রানে প্রথম উইকেট হারানোর পর দাপুটে বোলিংয়ে প্রতিপক্ষকে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে বাধ্য করে বাংলাদেশ। ওপেনার রাভাইল ফারহান ৩১ বলে করেন মাত্র ১৫ রান। কোমাল খান ৪২ বলে ২৮ এবং জুফিশান আয়াজ ২৭ বলে ১৭ রান করলেও দলের সংগ্রহ বড় করা সম্ভব হয়নি।
বাংলাদেশের অফস্পিনার হাবিবা একাই তুলে নেন ৪ উইকেট। পাকিস্তান নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে সংগ্রহ দাঁড় করায় মাত্র ৮০ রান।
৮১ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ শুরুতেই চাপে পড়ে যায়। নিয়মিত উইকেট হারিয়ে ৩৬ রানে যখন ৪ উইকেট চলে যায়, তখন ম্যাচের নিয়ন্ত্রণ পাকিস্তানের দিকে চলে যাচ্ছিল। তবে ওপেনার সুমাইয়া আক্তার সুবর্ণা একপ্রান্তে অবিচল থেকে দলকে লড়াইয়ে রাখেন। ৩৮ বলে তার সংগ্রহ ৩২ রান। মিডল অর্ডারে ফারজানা ইসলাম মেধার সঙ্গও দলকে কিছুটা স্বস্তি দেয়।
তবে ১৬ থেকে ১৮ ওভারের মধ্যে আরও তিনটি উইকেট হারিয়ে বাংলাদেশ আবারও সংকটে পড়ে। শেষ দুই ওভারে প্রয়োজন হয় ১১ রান। ঠিক সেই সময় দৃঢ়তার পরিচয় দেন সাদিয়া আক্তার। মাত্র ১০ বলে অপরাজিত ১৩ রানের ম্যাচজয়ী ইনিংস খেলেন তিনি। ১৯তম ওভারে দুটি বাউন্ডারি হাঁকিয়ে নিশ্চিত করেন দলের রোমাঞ্চকর জয়।
পাকিস্তানের পক্ষে মেমোনা খালিদ ও আলিসা মুখতিয়ার নেন ২টি করে উইকেট।
সিরিজে সমতা ফেরানোয় এখন তৃতীয় এবং শেষ ম্যাচেই নির্ধারিত হবে ট্রফির ভাগ্য।