কালীগঞ্জ নলডাঙ্গা ভূষণ শিশু একাডেমিতে বর্ণাঢ্য আয়োজনে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে বিদ্যালয়ের হলরুমে আয়োজন করা এই অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক, পরিচালনা পর্ষদের সদস্য, শিক্ষক-শিক্ষিকা ও সুধীজনেরা অংশ নেন। অনুষ্ঠানটি ছিল প্রাণবন্ত, আবেগঘন ও শিক্ষার্থীদের ভবিষ্যৎ সফলতার প্রত্যাশায় পরিপূর্ণ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও এ এন্ড এফ মহিলা কলেজের প্রভাষক জান্নাতুল ফেরদৌস রূপালী। শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন বিদ্যালয়ের অধ্যক্ষ হামিদুর রহমান। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের শিক্ষিকা জেসমিন নাহার।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সুধীজন আতাউল হক জেহাদ, আহসান হাবিব মনা, সাবেক কাউন্সিলর মিজানুর রহমান, পরিচালনা পর্ষদের সদস্য ও সাংবাদিক জামির হোসেন, সদস্য শরিফুল ইসলাম মনিসহ অন্যান্য অতিথিরা। বক্তারা শিক্ষার্থীদের ভবিষ্যৎ শিক্ষা-জীবনের সফলতা কামনা করেন এবং তাদের সুশিক্ষা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ ধারণ করে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।
আলোচনা শেষে অনুষ্ঠিত হয় দুপুরের প্রীতিভোজ, যেখানে সবাই অংশ নেন। পরে বিদায়ী শিক্ষার্থীদের হাতে স্মারক উপহার তুলে দেওয়া হয়। পুরো অনুষ্ঠানটি শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ছিল উৎসবমুখর পরিবেশে ভরপুর।