দিনাজপুরের কাহারোলে গভীর ভক্তি ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে শ্রী মা সারদা দেবীর ১৭৩তম জন্মতিথি। ১২ ডিসেম্বর ২০২৫, শুক্রবার খোশালপুর রামকৃষ্ণ আশ্রমের আয়োজনে সারাদিনব্যাপী নানা ধর্মীয় আয়োজনের পাশাপাশি আশ্রম মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা। ভোর থেকেই আশ্রম প্রাঙ্গণে ভক্তদের ঢল নেমে আসে। শান্ত, পরিবেশময় অনুষ্ঠানে উপস্থিত হাজারো মানুষ মা সারদা দেবীর তপস্যা, আদর্শ ও মানবতাবোধ স্মরণ করে ভক্তিমগ্ন হয়ে ওঠেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খোশালপুর রামকৃষ্ণ আশ্রমের সভাপতি শ্রী দিজেন্দ্র কুমার দেবনাথ। প্রধান আলোচক হিসেবে ধর্মীয় বাণী প্রদান করেন দিনাজপুর রামকৃষ্ণ আশ্রম ও মিশনের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী বিভাত্মানন্দজী মহারাজ। তাঁর গভীর ও অনুপ্রেরণামূলক ধর্মীয় আলোচনায় উপস্থিত ভক্তবৃন্দ মা সারদার জীবনাদর্শ নতুন করে উপলব্ধি করার সুযোগ পান।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন কাহারোল উপজেলা ভক্ত সমন্বয় সংঘের সাবেক সভাপতি অতুল দেবনাথ এবং খোশালপুর রামকৃষ্ণ আশ্রমের সাধারণ সম্পাদক মনি চক্রবর্তী। বক্তারা মা সারদা দেবীর সহিষ্ণুতা, সেবা ও প্রেমের আদর্শকে বর্তমান সমাজে ছড়িয়ে দেওয়ার গুরুত্ব তুলে ধরেন।
প্রায় এক হাজার ভক্তসমাগমে উৎসবটি পরিণত হয় এক আধ্যাত্মিক মিলনমেলায়। উপস্থিত ভক্তরা প্রার্থনা, ভক্তিগীতি, ধর্মীয় আলোচনা এবং শান্তিপূর্ণ পরিবেশের মাধ্যমে সারাদিন উৎসব উদযাপন করেন। আশ্রম কর্তৃপক্ষ জানান, প্রতিবছরের মতো এবারও জন্মতিথি উপলক্ষে এলাকার ভক্তদের অংশগ্রহণ ছিল অত্যন্ত উৎসাহব্যঞ্জক।