খুলনার দিঘলিয়ায় উপজেলা বিএনপি আয়োজিত ঈদ পুনর্মিলনীতে দলটির কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেন, “ফ্যাসিস্ট হাসিনার অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। বিএনপি বহুদিন ধরেই নির্বাচনী ব্যবস্থার সংস্কার দাবি করে আসছে।”
তিনি বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাকশালী পন্থা পরিত্যাগ করে বহুদলীয় গণতন্ত্র, বাক-স্বাধীনতা এবং কৃষিভিত্তিক সংস্কারের বীজ বপন করেছেন।
এ ধারাবাহিকতায় বিএনপি ২০০৮ সাল থেকেই রাষ্ট্র ও নির্বাচনী ব্যবস্থার সংস্কারের কথা বলছে।
হেলাল বলেন, “বেগম খালেদা জিয়ার ১৯ দফা ও তারেক রহমানের ৩১ দফার মধ্য দিয়ে নির্বাচন, অর্থনীতি ও রাষ্ট্র ব্যবস্থায় যে সংস্কারের প্রস্তাব এসেছে, তা বাস্তবায়নের মাধ্যমেই সঠিক পরিবর্তন সম্ভব।”
তিনি আরও বলেন, “৫ আগস্টের বিপ্লবের পূর্ব থেকেই বিএনপি এই সংস্কারমূলক কর্মসূচি জনগণের সামনে উপস্থাপন করেছে।”
আজিজুল বারী হেলাল বলেন, বর্তমান সরকারপ্রধান যেন ডিসেম্বরের মধ্যে একটি নির্বাচন দিয়ে সম্মানের সঙ্গে বিদায় নেন।
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “কালক্ষেপণ করলে জনগণ আপনাকে সম্মানের জায়গা থেকে সরিয়ে দিতে পারে।”
বিএনপি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “আপনারা আগামী নির্বাচনে জনগণের সমর্থন আদায়ে ঘরে ঘরে গিয়ে খালেদা জিয়ার উন্নয়ন দর্শন ও তারেক রহমানের ৩১ দফা প্রচার করুন।”
উপজেলা বিএনপির আহ্বায়ক এম সাইফুর রহমান মিন্টুর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জুলফিকার আলী জুলু, অধ্যাপক মনিরুল হক বাবুল, খায়রুল ইসলাম, এনামুল হক সজল, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আতাউর রহমান রুনু, মোল্লা নাজমুল হক, শেখ মোসলেম উদ্দিন, গাজী জাকির হোসেন, আল মামুন নিপু, বাদশা গাজী, খন্দকার ফারুক হোসেন, কুদরতি এলাহি স্পিকার, মোহাম্মদ আলী মিন্টু, জাহাঙ্গীর হোসেন প্রমুখ।