বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে ঝড়ো হাওয়ার আশঙ্কায় দেশের ৪টি সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে আগামী ৫ দিন সারা দেশে বজ্রসহ ভারি বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
শুক্রবার (৩ অক্টোবর) পৃথক দুটি বিজ্ঞপ্তিতে আবহাওয়া অধিদপ্তর জানায়, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি ভারতের উপকূলীয় ওড়িশা ও সংলগ্ন এলাকায় স্থল গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এটি ক্রমেই দুর্বল হতে পারে। তবে এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে ঝড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে।
এই অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। একই সঙ্গে মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করার নির্দেশ দেওয়া হয়েছে।
অধিদপ্তরের ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও খুলনা বিভাগের অধিকাংশ জায়গায় এবং বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
শনিবার (৪ অক্টোবর) থেকে মঙ্গলবার (৭ অক্টোবর) পর্যন্ত প্রতিদিনই দেশের বিভিন্ন বিভাগে একই ধরণের আবহাওয়া বিরাজ করবে বলে জানানো হয়েছে। তবে এ সময় দিনের তাপমাত্রা সামান্য বাড়লেও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
বিশেষজ্ঞরা জানিয়েছেন, বঙ্গোপসাগরে মৌসুমি বায়ু সক্রিয় থাকায় এ সময় সতর্ক সংকেত মেনে চলা এবং ঝড়-বৃষ্টি থেকে নিরাপদে থাকার প্রস্তুতি নেওয়া জরুরি।