ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার পিপুলবাড়িয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)'র গুলিতে রিয়াজ (২০) নামের এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন। বৃহস্পতিবার (১ মে) রাতে এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
আহত রিয়াজ উপজেলার পিপুলবাড়িয়া গ্রামের বাসিন্দা শফিকুল ইসলামের ছেলে।
রিয়াজের চাচাতো ভাই সুমন জানান, রাতে বৃষ্টির জমে থাকা পানি নিষ্কাশনের উদ্দেশ্যে রিয়াজ সীমান্ত এলাকার একটি খালের ধারে নিজদের ধানক্ষেতে যান। এ সময় হঠাৎ বিএসএফ সদস্যরা তার দিকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। গুলিবিদ্ধ হয়ে রিয়াজ ঘটনাস্থলেই অজ্ঞান হয়ে পড়েন। গুলির শব্দ শুনে স্থানীয়রা সেখানে গিয়ে তাকে উদ্ধার করেন।
পরে গুরুতর আহত অবস্থায় রিয়াজকে প্রথমে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। যশোর জেনারেল হাসপাতালের সার্জারি বিভাগের সহকারী রেজিস্ট্রার ইমন হোসেন জানান, রিয়াজের শরীর থেকে ছররা গুলির কিছু অংশ অপসারণ করা হয়েছে। তবে একটি গুলি কিডনির পাশ দিয়ে ঢুকে গেছে। যশোরে পর্যাপ্ত চিকিৎসা সুবিধা না থাকায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় রেফার্ড করা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম বলেন, "গুলিবিদ্ধ হওয়ার কোনো তথ্য আমাদের কাছে আসেনি। বিষয়টি আমরা খতিয়ে দেখছি।"
এ ঘটনার পর সীমান্ত এলাকার সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।