খুলনার দিঘলিয়ায় শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩০ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদের কনফারেন্স রুমে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ হারুন অর রশিদ।
সভায় প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মোঃ হারুন অর রশিদ বলেন, ১৯৭১ সাল আমাদের ইতিহাসের গৌরবময় অধ্যায়, যেখানে স্বাধীনতার আনন্দের পাশাপাশি রয়েছে অপরিসীম বেদনা। মুক্তিযুদ্ধে পরাজয় বরণ নিশ্চিত জেনে পাক হানাদার বাহিনী এদেশীয় দোসরদের সহায়তায় বাঙালি জাতিকে মেধাশূন্য করার ষড়যন্ত্রে লিপ্ত হয়। এর ধারাবাহিকতায় লেখক, বিজ্ঞানী, চিত্রশিল্পী, সংগীতশিল্পী, শিক্ষক, সাংবাদিক, চিকিৎসক, প্রকৌশলী, আইনজীবী, স্থপতি, গবেষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যা করা হয়।
তিনি আরও বলেন, আগামী প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধ, বুদ্ধিজীবী দিবস ও স্বাধীনতার প্রকৃত ইতিহাস তুলে ধরা অত্যন্ত জরুরি, যাতে তারা জাতির ত্যাগ ও সংগ্রামের মূল্য বুঝতে পারে।
প্রস্তুতিমূলক সভায় উপস্থিত ছিলেন—
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দেবাংশু বিশ্বাস, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা মাহাবুবুল আলম, নৌবাহিনী কন্টিনজেন্টের এন. এম. আজাদ, ওসি তদন্ত প্রবীর, উপজেলা প্রকৌশলী আবু তারেক সাইফুল কামাল, উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক মোঃ আবুল হাসনাত, উপজেলা খাদ্য কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ সোহাগ হোসেন, গাজীরহাট ইউপি প্রশাসক কাপিল বসাক, উপজেলা প্রকল্প কর্মকর্তা জামাল হোসেন, তথ্য কর্মকর্তা সাঈদা খাতুন, মহিলা বিষয়ক কর্মকর্তা নবমিতা দত্ত, জনস্বাস্থ্য প্রকৌশলী মুস্তাফিজুর রহমান, আনসার ভিডিপি কর্মকর্তা সামছুর নাহার, যুব উন্নয়ন কর্মকর্তা মুনায়েম হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসের ফিল্ড সুপারভাইজার মাকসুদা খানম, পল্লী উন্নয়ন কর্মকর্তা নিসা।
এছাড়া উপস্থিত ছিলেন—মুক্তিযোদ্ধা কমান্ডার গোলাম মোস্তফা মোল্লা, উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আব্দুল্লাহ, ফায়ার সার্ভিসের প্রতিনিধি সিরাজুল ইসলাম, দিঘলিয়া প্রেসক্লাব সভাপতি মোঃ শহিদুল ইসলাম, উপজেলা প্রেসক্লাব সভাপতি সৈয়দ জাহিদুজ্জামান, সাংবাদিক মনিরুল ইসলাম, সহ-সভাপতি ইঞ্জিনিয়ার এস এম ওয়াহিদ মুরাদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সামাজিক ব্যক্তিবর্গ ও সুধীজন।
সভায় দিবস দুটি যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য বিভিন্ন কর্মসূচি চূড়ান্ত করা হয়।