দিনাজপুরের কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একদিনেই ১৮ জন ডায়রিয়া রোগী ভর্তি হওয়ার ঘটনায় এলাকায় উদ্বেগ ছড়িয়ে পড়েছে। প্রাথমিকভাবে বিয়ের অনুষ্ঠানে পরিবেশিত বাসি খাবার থেকে ফুড পয়জনিং হওয়ার আশঙ্কা করছেন চিকিৎসকরা।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ৬ নম্বর রামচন্দ্রপুর ইউনিয়নের গৌরীপুর গ্রামের বিনোদ কুমার রায়ের মেয়ের বিয়ের অনুষ্ঠানে অংশ নেওয়া অন্তত ৩০ জন অতিথি দাওয়াত খাওয়ার পরপরই অসুস্থ হয়ে পড়েন। তাদের মধ্যে অনেকের বমি, পেটব্যথা ও পাতলা পায়খানা শুরু হয়।
গত ১৭ ও ১৮ ডিসেম্বর বিনোদ রায়ের বাড়িতেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও রোগীদের অবস্থার কোনো উন্নতি হয়নি। পরে ১৮ ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় গুরুতর অসুস্থ ১৮ জনকে কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ বিষয়ে কর্তব্যরত চিকিৎসক ডা. শুভ রায় জানান, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রোগীরা বাসি বা দূষিত খাবার খেয়েছেন। সেই খাবারের কারণেই ফুড পয়জনিং হয়েছে। তবে সবাই আশঙ্কামুক্ত। সুস্থ হতে দুই থেকে তিন দিন সময় লাগতে পারে।” তিনি আরও জানান, রোগীদের চিকিৎসায় হাসপাতালের চিকিৎসক ও নার্সরা সার্বক্ষণিকভাবে তৎপর রয়েছেন।
ঘটনার খবর পেয়ে কাহারোল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক মো. শামীম আলী উপজেলা হাসপাতালে ছুটে যান। তিনি ভর্তি রোগীদের খোঁজখবর নেন এবং চিকিৎসার সার্বিক পরিস্থিতি সম্পর্কে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন।
স্থানীয়রা মনে করছেন, বড় অনুষ্ঠানে খাবার পরিবেশনের ক্ষেত্রে স্বাস্থ্যবিধি না মানার কারণেই এ ধরনের ঘটনা ঘটেছে। এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে খাদ্য নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানানো হয়েছে।